X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বাংলাদেশকে ৫ তারকার শুভেচ্ছা

তানজীম আহমেদ
৩০ মে ২০১৯, ১২:১০আপডেট : ৩০ মে ২০১৯, ১৪:৩০

শুরু হচ্ছে ক্রিকেটের শ্রেষ্ঠ আসর। বাংলাদেশ খেলছে বলে বিশ্বকাপ নিয়ে আমাদের আবেগ একটু বেশিই। সারা দেশের মানুষের মতো ক্রীড়াঙ্গনের পাঁচ তারকাও টাইগারদের সাফল্যের প্রত্যাশায়। বিশ্বকাপ শুরুর মুহূর্তে মাশরাফির দলকে শুভকামনা জানালেন তারা।

জামাল ভূঁইয়া জামাল ভূঁইয়া, জাতীয় ফুটবল দলের অধিনায়ক

বাংলাদেশে ক্রিকেট ভীষণ জনপ্রিয়। ক্রিকেট জাতি হিসেবে সারা বিশ্বে আলাদা পরিচিতি আছে আমাদের। বিশ্বকাপে লাল-সবুজ দলকে শুভকামনা জানাই। আমার ধারণা, মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে। এই দলটির শেষ চারে খেলার সামর্থ্য আছে। মাশরাফির দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। তারা দলকে অনেক দূর নিয়ে যেতে সক্ষম।

জিয়াউর রহমান জিয়াউর রহমান, দাবার গ্র্যান্ডমাস্টার

আমার ধারণা, এবার গত বিশ্বকাপের চেয়ে ভালো করবে বাংলাদেশ। আমি দাবার পাশাপাশি ক্রিকেট ফলো করি, বিশেষ করে বাংলাদেশের খেলা। বাংলাদেশ ক্রিকেটে দারুণ উন্নতি করেছে। বর্তমান দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেভাবে বাংলাদেশ জিতেছে তাতে বিশ্বকাপে আশাবাদী হওয়াই যায়। মাশরাফির দলের প্রতি আমার অনেক শুভকামনা।

রাসেল মাহমুদ জিমি রাসেল মাহমুদ জিমি, জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক

দেশের মানুষের প্রত্যাশা, গতবারের চেয়ে এবার ভালো খেলবে বাংলাদেশ। তবে আমি একটু বেশিই আশাবাদী। আমি চাই মাশরাফির দল যেন ট্রফি নিয়ে দেশে ফেরে, কোটি কোটি মানুষ যেন উৎসবে মেতে ওঠে। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ এবার আগের চেয়ে ভালো করবে। আগে বড় দলগুলোকে বাংলাদেশ সমীহ করে খেলতো। কিন্তু এখন বড় দলগুলোই সমীহ করে বাংলাদেশকে। এটা মাশরাফি-সাকিবদের বিশাল অর্জন। বাংলাদেশ এখন আর ‘মিনোজ’ নয়। কয়েকদিন আগে ত্রিদেশীয় সিরিজে টাইগাররা চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি, ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপেও জ্বলে উঠবে লাল-সবুজ দল।

মাহফুজা খাতুন শীলা মাহফুজা খাতুন শীলা, এসএ গেমসে স্বর্ণজয়ী সাতাঁরু

বাংলাদেশের খেলা আমি সব সময় ফলো করি। সম্প্রতি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! বাংলাদেশ দল আগের চেয়ে অনেক উন্নতি করেছে। এই একটি খেলাতেই আমরা কম-বেশি সাফল্য আশা করতে পারি। আশা করি, সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবেন মাশরাফি-তামিমরা। দলের সবার জন্য রইলো শুভকামনা। যেভাবে দল খেলছে তাতে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা অসম্ভব কিছু নয়।

রোমান সানা রোমান সানা, এশিয়া কাপ আর্চারিতে রানার-আপ

ক্রিকেট বিশ্বকাপে নিজেদের দেশে খেলছে। এই আনন্দ অন্যরকম। ক্রিকেটারদের কাছে দেশের মানুষের এবার অনেক প্রত্যাশা। আমি বিশ্বাস করি, বিশ্বকাপে লাল-সবুজ পতাকাকে সাফল্য এনে দেবে মাশরাফির দল। গতবার কোয়ার্টার ফাইনালে খেলেছিলাম। আমার দৃঢ় বিশ্বাস, এবার আমরা সেমিফাইনালে খেলতে পারবো। আমাদের দলের সেই সামর্থ্য আছে।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে আরও তিন জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে আরও তিন জনের করোনা শনাক্ত
ব্রাজিল বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের অধিনায়ক!
ব্রাজিল বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের অধিনায়ক!
বিসিসিআইর গাইডলাইন অমান্য করেও শাস্তি পেলেন না জাদেজা
বিসিসিআইর গাইডলাইন অমান্য করেও শাস্তি পেলেন না জাদেজা
রাশিয়ার কাছে প্রথম স্বীকৃতি পেলো তালেবান
রাশিয়ার কাছে প্রথম স্বীকৃতি পেলো তালেবান
সর্বাধিক পঠিত
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল