X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘গোপন অস্ত্র’ আছে বাংলাদেশের

রবিউল ইসলাম, লন্ডন থেকে
৩১ মে ২০১৯, ২১:১০আপডেট : ৩১ মে ২০১৯, ২১:১০

অনুশীলনে টিম ম্যানেজার খালেদ মাহমুদ (ডানে) ও নির্বাচক হাবিবুল বাশারের (বাঁমে) সঙ্গে মাশরাফি আধুনিক ক্রিকেটে কোনও কিছুই গোপন রাখা সম্ভব নয়। প্রত্যেকেই প্রত্যেকের ভিডিও বিশ্লেষণ করে শক্তি-দুর্বলতা সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে পারে। তবু সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ জানিয়ে গেলেন বাংলাদেশের ‘গোপন অস্ত্র’ থাকার কথা।

কিন্তু সেটা কী? ক্যারিবিয়ান কিংবদন্তি গোপনই রেখে দিলেন। শুক্রবার লন্ডনের সংবাদ সম্মেলনে তার কাছে জানাতে চাওয়া হয়েছিল, বাংলাদেশের এক্স-ফ্যাক্টর কী? প্রশ্নটা শুনে ওয়ালশের ঝটপট উত্তর, ‘এটাই আমাদের গোপন অস্ত্র (হাসি)। আমরা প্রতিপক্ষকে আমাদের গোপন অস্ত্রের ব্যাপারে জানাতে চাই না। কেননা জেনে গেলে প্রতিপক্ষ আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে। আমাদের বেশ কিছু খেলোয়াড় আছে, যারা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে সেটা কন্ডিশন ও পরিস্থিতির ওপর নির্ভর করে।’

ওভালে উদ্বোধনী ম্যাচ খেলেছে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা স্বাগতিকদের সামনে পাত্তাই পায়নি। আগে ব্যাট করে ইংল্যান্ড ৩১২ রানের লক্ষ্য দেয়। সেই লক্ষ্যে ২০৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ওভালের ম্যাচটি দেখে উইকেট সম্পর্কে ভালো ধারণা হয়েছে কোর্টনি ওয়ালশের, ‘ওভালে সাধারণত ভালো ম্যাচ হয়। আশা করি ওখানে আমরা দারুণ শুরু করতে পারব। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ আমরা দেখেছি, সেই ম্যাচ থেকে ধারণা নিয়েছি। তবে দুদিন আগেই উইকেটের ব্যাপারে মন্তব্য করা সম্ভব নয়। এই মুহূর্তে উইকেট যথেষ্ট ভালো।’

ইংল্যান্ডের বিপক্ষে স্পিন আক্রমণ দিয়ে বোলিং শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তাদের কৌশল খুব ভালো কাজে লেগেছিল। ওপেনার জনি বেয়ারস্টোকে রানের খাতা খুলতে না দিয়েই সাজঘরে ফেরান ইমরান তাহির। ওভালের উইকেটে প্রোটিয়াদের এই কৌশলে অবশ্য মোটেও অবাক হননি ওয়ালশ।

তার সহজ উত্তর, ‘না। এটা সারপ্রাইজিং কিছু ছিল না। প্রতিটি দলই ভিন্ন ভিন্ন কৌশল নিয়ে মাঠে নামে। প্রত্যেকেই চেষ্টা করে ভিন্ন কৌশল খাটিয়ে দ্রুত উইকেট তুলে নিতে। এখানে চিন্তার বিষয় প্রতিপক্ষ কে এবং ব্যাটসম্যান কে? টিম ‍মিটিংয়ে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। আগে থেকে বলা যাবে না আমাদের পরিকল্পনা আসলে কী হবে।’

আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ জেতার পরও বিশ্বকাপের প্রস্তুতি খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। প্রস্তুতি নিয়ে বাংলাদেশের পেস বোলিং কোচের বক্তব্য, ‘ওয়েলসে খারাপ আবহাওয়ার কারণে ততটা ভালো প্রস্তুতি নিতে পারেনি। তারপরও দল হিসেবে বেশ কিছুদিন ধরে আমরা একসঙ্গে আছি। আমি মনে করি সবাই বিশ্বকাপে খেলতে মুখিয়ে আছে। আগের যা চলে গেছে, সেইসব ইতিহাস। পুরোনো ইতিহাস নতুন ম্যাচে কোনও ভূমিকা রাখে না। আমাদের এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা