X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সাইফকে নিয়ে মিথ্যাচার হয়েছে!

রবিউল ইসলাম, সাউদাম্পটন থেকে
২৩ জুন ২০১৯, ২২:২৬আপডেট : ২৪ জুন ২০১৯, ০০:০৩

রবিবার হালকা অনুশীলন করেছেন সাইফউদ্দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহাম্মদ সাইফউদ্দিনের না খেলা নিয়ে যে গুঞ্জন উঠেছিল সংবাদমাধ্যমে, সেটা প্রত্যাখ্যান করলেন বাংলাদেশের কোচ স্টিভ রোডস। এটাকে সম্পূর্ণ মিথ্যা বললেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চোটের কারণে একাদশে জায়গা হয়নি সাইফের- ম্যাচের আগে এটাই ছিল টিম ম্যানেজমেন্টের বক্তব্য। কিন্তু অজিদের কাছে বাংলাদেশের হারের পর প্রশ্ন উঠেছে তার চোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কাছে তুলোধুনো হওয়ার ভয়েই নাকি সাইফ সরে যান, এমন খবর ছেপেছে এক সংবাদমাধ্যম। এরপর থেকে তোলপাড় সামাজিক মিডিয়া। এই অভিযোগ মেনে নিতে পারেননি তিনি, কষ্টে ভেঙেছে তার বুক। রবিবারের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রোডস স্পষ্ট করলেন ব্যাপারটা। দৃঢ়কণ্ঠে তিনি জানালেন, সাইফের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে।

চোটে থাকা খেলোয়াড়কে কীভাবে নেওয়া যায়, রোডস সেই প্রশ্ন রাখলেন সাংবাদিকদের সামনে, ‘পিঠের ব্যাথা তাকে (সাইফউদ্দিন) সমস্যায় ফেলেছে। এ কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেনি সে। এটা শারীরিক ব্যাপার, সে বল করতে পারতো না। যে বল করতে পারবে না, আপনি তাকে দলে কেমন করে নেবেন?’

সোমবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টিকে থাকার লড়াই। গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে এই বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সফল বোলারের মানসিক অবস্থা নিয়ে শঙ্কিত টিম ম্যানেজমেন্ট। মাঠে অনুশীলন দেখে বোঝা গেলো কতটা মানসিক যন্ত্রণায় আছেন সাইফ। পুরো সময় চুপচাপ নিজের কাজ করে গেছেন। হালকা রানিং ও ওয়ার্মআপ শেষে নেটে টানা বোলিং করেছেন। অবশ্য কিছুক্ষণ পরপর পিঠে হাত দিয়ে কাতরাতে দেখা গেছে তাকে। তাইতো আফগানদের বিপক্ষেও তাকে নিয়ে শঙ্কায় দল। ধারণা করা হচ্ছে, এই ম্যাচেও বিশ্রাম দিয়ে ভারতের বিপক্ষে পুরো সুস্থ সাইফকে চাইছেন অধিনায়ক! সেই হিসেবে সাউদাম্পটনেও রুবেল হোসেনের খেলার সম্ভাবনাই বেশি।

অবশ্য সাইফের চোটের অবস্থা নিয়ে ইতিবাচক খবরই দিলেন রোডস, ‘সে এখন ভালো আছে। তার বিশ্রাম দরকার ছিল। পিঠের সমস্যায় ভুগছিল সে, এজন্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলা হয়নি তার।’

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ১৩টি উইকেট নেন আব্দুর রাজ্জাক, এখন পর্যন্ত এটাই বাংলাদেশের কোনও বোলারের সেরা পারফরম্যান্স। ২০০৭ সালের বিশ্বকাপে ৯ ম্যাচে এই অর্জন করেন সাবেক স্পিনার। ওইবার সমান খেলে ৯ উইকেট নেন মাশরাফি। গত বিশ্বকাপে তাসকিন ছিলেন সেরা বোলার, ৬ ম্যাচে নেন ৯ উইকেট। কিন্তু ইংল্যান্ডে এবার মাত্র ৪ ম্যাচেই ৯ উইকেট ঝুলিতে পুরেছেন সাইফ। এমন ঝলমলে পারফরম্যান্স করেও সংবাদমাধ্যমে মিথ্যা খবর ছাপানোয় ক্ষুব্ধ রোডস। এটা এই পেসারের পারফরম্যান্সের ওপর বাজে প্রভাব ফেলবে মনে করেন তিনি।

এমন ভুল খবর প্রকাশিত হওয়া শুধু খেলোয়াড় নয়, দলের জন্য অমঙ্গল বয়ে আনবে বললেন কোচ, ‘যদি কোনও কিছু ভুলভাবে উপস্থাপন করা হয়, তাহলে ওই খেলোয়াড় কঠিন অবস্থার মধ্যে পড়ে যায়। এটা শুধু ওই খেলোয়াড়ের জন্যই নয়, বাংলাদেশের জন্যও অমঙ্গল বয়ে আনবে। এই বিশ্বকাপ জিততে আমি মরিয়া। এটাই চ্যালেঞ্জ এবং এই পাহাড়ে উঠতে হবে। এমন সময়ে লোকে কী বলছে সেটা আপনি লিখার আগে নিশ্চিত হয়ে নিন।’

আরও একটি সংবাদ নিয়ে বিরক্ত রোডস। পিঠে ব্যথার অজুহাতে সাইফ খেলতে অস্বীকৃতি জানানোয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে নিয়ে মিটিং করা হয়েছে, এমন খবর প্রকাশিত হয়েছে। এটাও মিথ্যা বললেন রোডস, ‘তার মানসিক অবস্থা আসলেই গুরুত্বপূর্ণ ইস্যু। যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেটা মিথ্যা। রিপ্লেসমেন্টের জন্য মাশরাফি ও নির্বাচক নান্নুকে নিয়ে আমি বৈঠক করেছি এটাও ঠিক নয়। এমন কিছুই হয়নি। কোনও খেলোয়াড়ের সততা নিয়ে প্রশ্ন তোলার আগে তথ্যটা শতভাগ নিশ্চিত হওয়া উচিত।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ কার্যক্রমের তদন্ত চায় মানবাধিকার কমিশন
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
শ্রমিকরাই অর্থনীতির চাকা সচল রাখে: স্পিকার
শ্রমিকরাই অর্থনীতির চাকা সচল রাখে: স্পিকার
নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী
নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে