X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নো বলের সিদ্ধান্ত জানাবেন থার্ড আম্পায়ার!

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০১৯, ২০:৫৮আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:৫৮

পরীক্ষামূলক ম্যাচগুলোতে থার্ড আম্পায়ার পায়ের নো বলের সংকেত দেবেন ফিল্ড আম্পায়ারকে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের হার দিন দিন বেড়েই চলেছে! ২০১৯ বিশ্বকাপের কথাই ধরা যাক, গুরুত্বপূর্ণ সময়ে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হয়েছেন খেলোয়াড় কিংবা দলগুলো। বিশ্বকাপের ফাইনালই তো বড় উদাহরণ। ওভার থ্রো থেকে ৬ রান দেওয়া নিয়ে কম সমালোচনা হয়নি। ‘ভুল’ কমাতে এবার পায়ের নো বলের সিদ্ধান্তের ভার থার্ড আম্পায়ারের ওপর ছেড়ে দিচ্ছে আইসিসি।

বোলারের পা নির্দিষ্ট দূরত্ব পেরিয়ে গেলে ফিল্ড আম্পায়ার ডাকেন নো বল। তবে সামনের দিনে ফিল্ড আম্পায়ার নন, ওভার স্টেপের ‘নো’ ডাকবেন থার্ড (টিভি) আম্পায়ার। আইসিসিতে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে ‘ক্রিকইনফো’কে জানিয়েছেন সংস্থাটির ক্রিকেট অপারেশনের জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস। সামনে কয়েকটি সিরিজে পরীক্ষামূলকভাবে চালানো হবে এটি। সেখানকার সাফল্যের হারের ওপর চূড়ান্ত সিদ্ধান্তে আসবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।

অ্যাশেজের প্রথম টেস্ট শেষ হয়েছে। অস্ট্রেলিয়ার ২৫১ রানের বিশাল ব্যবধানে জেতা এজবাস্টন টেস্টে একের পর এক ভুল সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়াররা। প্রযুক্তির ছোঁয়ায় আম্পায়ারদেরও ভুলও চোখে পড়ে এখন বেশি। তাই প্রযুক্তির সাহায্য নিয়েই আইসিসি এবার নো বলের সংকেত দেওয়ার পরিকল্পনা করেছে।

ক্রিকইনফোকে অ্যালারডাইস বলেছেন, ‘২০১৬ সালের প্রযুক্তি আবার ফিরিয়ে আনার চিন্তা-ভাবনা করা হচ্ছে। বোলার তার ডেলিভারির সময় পা মাটিতে পাতার কয়েক সেকেন্ডের মধ্যেই থার্ড আম্পায়ারের কাছে চলে আসবে ছবি। তিনি তখন ফিল্ড আম্পায়ারের সঙ্গে যোগাযোগ করে জানাবেন বলটি নো ছিল কিনা। তাতে করে প্রত্যেকটি ডেলিভারি নিখুঁত ও পরিষ্কার হবে।’

২০১৬ সালে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে এই পদ্ধতির ব্যবহার করেছিল আইসিসি। যদিও সিদ্ধান্ত জানানোর সময় বেশি লাগায় শুরুতেই আগ্রহ হারিয়ে ফেলে সংস্থাটি। তবে প্রযুক্তির উন্নতিতে এখন নতুন করে বিষয়টি আবার আনতে চাইছে আইসিসি। যদিও প্রাথমিক অবস্থায় কিছু সিরিজে এই প্রযুক্তি ব্যবহার করতে চায় তারা।

এ প্রসঙ্গে অ্যালারডাইস বলেছেন, ‘ক্রিকেট কমিটি ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এর ব্যবহার করার সুপারিশ করেছে। ২০১৮ সালে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটের এই দুই ফরম্যাটে ডেলিভারি হয়েছে ৮৪ হাজার বল। প্রত্যেকটি আলাদা ভেন্যুতে প্রত্যেক ডেলিভারির নো বল নির্ণয় করা কঠিন। তাই শুরুতে কিছু ম্যাচ দিয়ে ব্যাপারটি যাচাই করতে চাই।’

এ বছরের সবচেয়ে আলোচিত নো বলের ঘটনাটি ছিল আইপিএলে। মুম্বাই ইন্ডিয়ান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে লাসিথ মালিঙ্গার পা দাগ ছেড়ে গেলেও নো বলের সংকেত দেননি আম্পায়ার। শ্বাসরুদ্ধকর ম্যাচে ডেলিভিারিটি ইনিংসের শেষ বল হওয়ায় বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি প্রতিবাদ জানিয়েছিলেন এই সিদ্ধান্তের। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
গোল খরা কাটিয়ে আল নাসরকে ফাইনালে তুললেন রোনালদো
গোল খরা কাটিয়ে আল নাসরকে ফাইনালে তুললেন রোনালদো
থাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীথাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি