X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

জেসন রয়ের মাথায় বলের আঘাত, ‍রাখা হলো স্ট্যান্ডবাই

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০১৯, ২০:৩৮আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২০:৩৮

অনুশীলনে মাথায় আঘাত পেয়েছেন জেসন রয়ের স্টিভেন স্মিথের ঘাড়ে বলের আঘাত লাগার দৃশ্য এখনও টাটকা ক্রিকেটপ্রেমীদের মনে। এই ঘটনার মধ্যেই আবারও শিরোনামে ‘মাথায় বলের আঘাত’। নেট অনুশীলনে মাথায় বল লেগেছে ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়ের। ফিটনেস টেস্টে উতরে গেলেও এই ওপেনারের স্ট্যান্ডবাই হিসেবে হেডিংলি টেস্টে ওলি পোপকে রেখেছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে হেডিংলি টেস্ট। অ্যাশেজের এই ম্যাচের আগে নেটে ব্যাট করার সময় মাথায় বলের আঘাত লাগে রয়ের। পরীক্ষা-নিরীক্ষা শেষে আশঙ্কাজনক কিছু পাওয়া যায়নি, তাই হেডিংলি টেস্টে খেলার ছাড়পত্র পেয়েছেন ইংলিশ ওপেনার। এরপরও ‘ব্যাকআপ’ রেখেছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। ম্যাচ চলাকালীন রয়ের সামান্য সমস্যা দেখা দিলেও যাতে অসুবিধা না হয়, সেজন্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে সারি ব্যাটসম্যান পোপকে।

মাত্র কয়েকদিন আগের ঘটনা। লর্ডস টেস্টের চতুর্থ দিনে ব্যাট করার সময় জোফরা আর্চারের ৯২ ‍কিলোমিটার গতির বল আঘাত করে স্মিথের ঘাড়ে। মাটিতে লুটিয়ে পড়া অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ককে চিকিৎসা নিতে মাঠ ছাড়তে হয়েছিল। পরে ফিরে এসে ৯২ রানের ইনিংস খেললেও পরের দিন সকালে মাথা ঝিমঝিম করায় দ্বিতীয় ইনিংস থেকে সরে দাঁড়ান তিনি। তাতে ক্রিকেট বিশ্ব প্রথমবার দেখে ‘কনকাশন সাব’। স্মিথের জায়গায় বদলি হিসেবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেন মার্নাস লাবুশেগনে।

এই ঘটনার মধ্যেই মাথায় আঘাত পেলেন রয়। মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের জন্য নতুন নিয়ম চালু করায় স্ট্যান্ডবাই হিসেবে হেডিংলি টেস্টে থাকবেন পোপ। ২১ বছর বয়সী সারি ব্যাটসম্যান গত বুধবার হ্যাম্পশায়ারের বিপক্ষে খেলেছেন ২২১ রানের ঝলমলে ইনিংস। ইংল্যান্ডের্ জার্সিতে অবশ্য শুরুটা মোটেও ভালো হয়নি তার। ২ টেস্ট খেলা পোপ করেছেন ৫৪ রান। বিবিসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা