X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সন্ত্রাসী হামলার হুমকিতে শঙ্কায় শ্রীলঙ্কার পাকিস্তান সফর

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৭

অনিশ্চিত হয়ে পড়লো শ্রীলঙ্কার পাকিস্তানে যাওয়া পাকিস্তান সফরের জন্য শ্রীলঙ্কার দল গোছানো শেষ। ১০ সিনিয়র ক্রিকেটার সরে দাঁড়ানোর পর টি-টোয়েন্টি ও ওয়ানডের অধিনায়কও ঘোষণা করা হয়ে গেছে। কিন্তু শ্রীলঙ্কান দলের ওপর সম্ভাব্য সন্ত্রাসী হামলার হুমকিতে শঙ্কায় পড়ে গেলো এই সফর।

করাচি ও লাহোরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলতে পাকিস্তানের বিমান ধরতে আর দুই সপ্তাহও হাতে নেই। ২৭ সেপ্টেম্বর করাচিতে হবে প্রথম ওয়ানডে। কিন্তু পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবার ভাবতে হচ্ছে। এই সফর আসলেই নিরাপদ হবে কিনা, সেই প্রশ্ন তৈরি করলো অনিশ্চয়তা।

এর আগে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাকিস্তানের পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশের পরই দল পাঠানোর সিদ্ধান্ত জানায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কিন্তু নতুন করে সন্ত্রাসী হামলার হুমকিতে দ্বিতীয়বার ভাবতে শুরু করেছে তারা।

বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘জাতীয় দলের পাকিস্তান সফর সামনে রেখে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও পর্যবেক্ষণে শ্রীলঙ্কান সরকারের সহযোগিতা চেয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। টেলিকমিউনিকেশন ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর অফিস থেকে পাঠানো এক সতর্কবার্তা পাওয়ার পর এসএলসি এই সিদ্ধান্ত নিয়েছে।’

আরও যোগ করা হয়েছে, ‘ওই সতর্কবার্তায় বলা হয়েছে পাকিস্তান সফরের সময় শ্রীলঙ্কান দলের ওপর সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছে প্রধানমন্ত্রীর অফিস।’

শ্রীলঙ্কা ক্রিকেট মঙ্গলবার সন্ধ্যায় এই নতুন তথ্য পেয়েছে। ওই দিন বিকেলেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করে তারা। আগেই ১০ সিনিয়র ক্রিকেটার সরে দাঁড়ানোর পর এই হুমকিতে অন্য খেলোয়াড়রাও পাকিস্তান যেতে রাজি হবেন কিনা, সেটাই দেখার বিষয়!

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎ ৫ উইকেট পড়ে গেলো: তাসকিন
ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎ ৫ উইকেট পড়ে গেলো: তাসকিন
গিলের সেঞ্চুরিতে বার্মিংহাম টেস্টের প্রথম দিন ভারতের
গিলের সেঞ্চুরিতে বার্মিংহাম টেস্টের প্রথম দিন ভারতের
সর্বাধিক পঠিত
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল