X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শেষ তিন বলে ইতিহাসের পাতায় মেগান শাট

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫২

ওয়ানডেতে প্রথম হ্যাটট্রিকের পর উচ্ছ্বসিত মেগান শাট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯.৩ ওভার বল করেও পাননি কোনও উইকেট। শেষ ওভারের বাকি তিন বলে ৩ উইকেট নিয়ে মেয়েদের ক্রিকেট ইতিহাসের পাতায় নাম লিখলেন অস্ট্রেলিয়ার পেসার মেগান শাট।

প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে তো হ্যাটট্রিক করেছেনই, একই সঙ্গে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে দুটি হ্যাটট্রিকের কীর্তিও গড়েছেন শাট। গত বছর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ২৬ বছর বয়সী এই পেসার।

বুধবার অ্যান্টিগায় উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পথে ইনিংসের শেষ ওভারে বল হাতে নেন শাট। আর শেষ ৩ বলেই বাজিমাত করেন তিনি। চিনেলে হেনরি, কারিশমা রামহারাক ও অ্যাফি ফ্লেচারকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন অজি পেসার। ওয়েস্ট ইন্ডিজ ১৮০ রানে গুটিয়ে গেলে অস্ট্রেলিয়া ৩২ ওভারের মধ্যে ৮ উইকেটে জয় নিশ্চিত করে।

গত বছর মার্চে ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা, অধিনায়ক মিতালি রাজ ও দিপ্তী শর্মাকে আউট করে প্রথম হ্যাটট্রিক করেন শাট। মেয়েদের ওয়ানডেতে ১১তম হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত তিনি, ‘এক ওভারেই সবগুলো উইকেট পাওয়া দারুণ ব্যাপার। ভাগ্যেরও দরকার হয়। ইনিংসের শেষ ওভার ছিল, হয় আপনাকে ছয় মারবে কিংবা আপনি উইকেট পাবেন।’

ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে অস্ট্রেলিয়ার সপ্তম বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন শাট। ইতিহাস গড়ার এই ম্যাচে তর বোলিং ফিগার ১০-২-২৪-৩। ক্রিকেট অস্ট্রেলিয়া

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড