X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নবী ঝড়ে বাংলাদেশকে ১৬৫ রানের লক্ষ্য দিলো আফগানরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৭

মোহাম্মদ নবী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ সাইফউদ্দিন ও সাকিব আল হাসানের বোলিংয়ে চমৎকার শুরু হয় বাংলাদেশের। কিন্তু মোহাম্মদ নবীর ব্যাটিং ঝড়ে তাদের সামনে ১৬৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে আফগানিস্তান। ডানহাতি এই ব্যাটসম্যানের ফিফটিতে ৬ উইকেটে ১৬৪ রান করেছে তারা।

আফগানিস্তানের বিপক্ষে বল হাতে দুর্দান্ত শুরু হয় বাংলাদেশের। প্রথম বলেই গত ম্যাচে ঝড় তোলা রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড করেন সাইফ। ডানহাতি পেসারের বলে আফগান ওপেনারের অফ স্টাম্প উপড়ে পড়ে।

এরপর দ্বিতীয় ওভারেও সাফল্য পায় বাংলাদেশ। সাকিব বল হাতে নিয়ে আফগানিস্তানের আরেক ওপেনারকে ফেরান। তার চতুর্থ বলে স্লগ করে মিড উইকেটে লিটন দাসের ক্যাচ হন হযরতউল্লাহ জাজাই। ২ বলে মাত্র ১ রান করেন তিনি।

সাইফ তার দ্বিতীয় ওভারের শেষ বলে নাজিব তারাকাইকে ১১ রানে সাব্বির রহমানের ক্যাচ বানান। আগের বলে ছক্কা মারার পরই বাউন্ডারিতে দাঁড়ানো সাব্বিরকে ক্যাচ দেন আফগান ব্যাটসম্যান। ১৯ রানে ৩ উইকেট হারায় আফগানরা।

ষষ্ঠ ওভারে আবার বল হাতে নেন সাকিব এবং ফেরান জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচসেরা পারফর্মার নাজিবউল্লাহ জাদরানকে। ৭ বলে ৫ রান করে মিড অফে সৌম্য সরকারের ক্যাচ হন তিনি। আসগর আফগানের সঙ্গে তার জুটি ছিল ২১ রানের।

সাইফ ও সাকিবের বোলিংয়ে মাত্র ৪০ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে আফগানিস্তান। কিন্তু দলকে উদ্ধার করেন নবী ও আসগর। তাদের এই জুটি ভাঙতে পারতো ১৫তম ওভারে। তাইজুল ইসলাম ওই ওভারের প্রথম বলে নবীকে ৩০ রানে ফেরানোর উল্লাসে মাতেন। কিন্তু বাংলাদেশি স্পিনারের পায়ের নো বল হওয়ায় আম্পায়ার ফ্রি হিটের সিদ্ধান্ত জানালে হতাশ হতে হয় স্বাগতিকদের।

শেষ পর্যন্ত সাইফ দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়েই শক্ত এই জুটি ভাঙেন। ১৭তম ওভারে সাইফের দ্বিতীয় বলে আসগর ক্যাচ দেন সাব্বিরকে। ভাঙে ৭৯ রানের জুটি। আসগর ৩৭ বলে ৩ চার ও ২ ছয়ে ৪০ রান করেন। পঞ্চম বলে গুলবাদিন নাইবকে শূন্য রানে বোল্ড করে আবারও বাংলাদেশকে উল্লাসে মাতান সাইফ।

এই ধাক্কা সামলে নবী ৪১ বলে ১ চার ও ৪ ছয়ে হাফসেঞ্চুরি করেন। চতুর্থ ছক্কায় পঞ্চাশ ছোঁয়ার পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। আরও দুই চার ও তিন ছয়ে আফগানিস্তানকে এনে দেন চ্যালেঞ্জিং স্কোর। ২০ বলে করিম জানাতের সঙ্গে তার অবিচ্ছিন্ন জুটি ছিল ৪৩ রানের। ৫৪ বলে ৩ চার ও ৭ ছয়ে ৮৪ রানে অপরাজিত ছিলেন নবী।

বাংলাদেশের পক্ষে সাইফ ৪ ওভারে ৩৩ রান দিয়ে সাইফ নেন সর্বোচ্চ ৪ উইকেট। দুটি পান সাকিব।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?