X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ইংল্যান্ডের টেস্ট দলে জায়গা হারালেন বেয়ারস্টো

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৯

জনি বেয়ারস্টো নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে জায়গা হয়নি জনি বেয়ারস্টোর। এবারের অ্যাশেজে খারাপ সময় কাটানো এই উইকেটরক্ষক উপেক্ষিত থাকলেও প্রথমবার ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন দুই ব্যাটসম্যান জ্যাক ক্রাউলি ও ডমিনিক সিবলি এবং পেসার সাকিব মাহমুদ।

অক্টোবর-নভেম্বরের নিউজিল্যান্ড সফরে আরেক উইকেটরক্ষক বেন ফকসকেও আমলে নেয়নি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর মানে হলো, কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম পছন্দের উইকেটরক্ষক জস বাটলার। এতদিন টেস্টে ইংল্যান্ডের ‘এক নম্বর’ উইকেটরক্ষক ছিলেন বেয়ারস্টো।

সিবলি তার পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। এবারের চ্যাম্পিয়নশিপে ৫ সেঞ্চুরি ও সমান হাফসেঞ্চুরিতে করেছেন ১ হাজার ৩২৪ রান। অন্যদিকে ক্রাউলি দুই সেঞ্চুরিতে করেছেন ৮২০ রান।

অ্যাশেজের প্রথম ম্যাচে চোট পাওয়া জেমস অ্যান্ডারসন এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি। তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছেন তরুণ পেসার সাকিব মাহমুদকে। পাকিস্তানি বংশোদ্ভূত এই পেসার টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি দলেও আছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ একেবারেই ভালো যায়নি বেয়ারস্টোর। পাঁচ ম্যাচে তার ব্যাটিং গড় ছিল ১৯.৪৫। ব্যর্থতায় কিউইদের বিপক্ষে টেস্টে জায়গা না হলেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন এই উইকেটরক্ষক। তার সঙ্গে কুড়ি ওভারের সিরিজে নতুন মুখ ব্যাটসম্যান টম ব্যান্টন ও স্পিনার প্যাট ব্রাউন।

এউইন মরগানকে অধিনায়ক করে ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে বিশ্রামে দেওয়া হয়েছেন নিয়মিত মুখদের। কিউইদের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজে নেই বাটলার, জেসন রয়, বেন স্টোকস, জো রুট, ক্রিস ওকস ও জোফরা আর্চার।

১ নভেম্বর ক্রাইস্টচার্চের টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এই সিরিজ। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী ইংল্যান্ড। ক্রিকইনফো

ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড:

এউইন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, প্যাট ব্রাউন, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জেমস ভিন্স।

ইংল্যান্ড টেস্ট স্কোয়াড:

জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রাউলি, স্যাম কারান, জো ডেনলি, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ম্যাট পার্কিনসন, ওলি পোপ, ডমিনিক সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের কোচ কনরাড
দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের কোচ কনরাড
শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা 
শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা 
মা দিবস উপলক্ষে কোথায় কী আয়োজন জেনে নিন
মা দিবস উপলক্ষে কোথায় কী আয়োজন জেনে নিন
আবদুল হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের ইস্যুতে যা বললেন আইন উপদেষ্টা
আবদুল হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের ইস্যুতে যা বললেন আইন উপদেষ্টা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান