X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

ইংল্যান্ডের টেস্ট দলে জায়গা হারালেন বেয়ারস্টো

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৯

জনি বেয়ারস্টো নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে জায়গা হয়নি জনি বেয়ারস্টোর। এবারের অ্যাশেজে খারাপ সময় কাটানো এই উইকেটরক্ষক উপেক্ষিত থাকলেও প্রথমবার ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন দুই ব্যাটসম্যান জ্যাক ক্রাউলি ও ডমিনিক সিবলি এবং পেসার সাকিব মাহমুদ।

অক্টোবর-নভেম্বরের নিউজিল্যান্ড সফরে আরেক উইকেটরক্ষক বেন ফকসকেও আমলে নেয়নি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর মানে হলো, কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম পছন্দের উইকেটরক্ষক জস বাটলার। এতদিন টেস্টে ইংল্যান্ডের ‘এক নম্বর’ উইকেটরক্ষক ছিলেন বেয়ারস্টো।

সিবলি তার পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। এবারের চ্যাম্পিয়নশিপে ৫ সেঞ্চুরি ও সমান হাফসেঞ্চুরিতে করেছেন ১ হাজার ৩২৪ রান। অন্যদিকে ক্রাউলি দুই সেঞ্চুরিতে করেছেন ৮২০ রান।

অ্যাশেজের প্রথম ম্যাচে চোট পাওয়া জেমস অ্যান্ডারসন এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি। তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছেন তরুণ পেসার সাকিব মাহমুদকে। পাকিস্তানি বংশোদ্ভূত এই পেসার টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি দলেও আছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ একেবারেই ভালো যায়নি বেয়ারস্টোর। পাঁচ ম্যাচে তার ব্যাটিং গড় ছিল ১৯.৪৫। ব্যর্থতায় কিউইদের বিপক্ষে টেস্টে জায়গা না হলেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন এই উইকেটরক্ষক। তার সঙ্গে কুড়ি ওভারের সিরিজে নতুন মুখ ব্যাটসম্যান টম ব্যান্টন ও স্পিনার প্যাট ব্রাউন।

এউইন মরগানকে অধিনায়ক করে ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে বিশ্রামে দেওয়া হয়েছেন নিয়মিত মুখদের। কিউইদের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজে নেই বাটলার, জেসন রয়, বেন স্টোকস, জো রুট, ক্রিস ওকস ও জোফরা আর্চার।

১ নভেম্বর ক্রাইস্টচার্চের টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এই সিরিজ। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী ইংল্যান্ড। ক্রিকইনফো

ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড:

এউইন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, প্যাট ব্রাউন, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জেমস ভিন্স।

ইংল্যান্ড টেস্ট স্কোয়াড:

জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রাউলি, স্যাম কারান, জো ডেনলি, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ম্যাট পার্কিনসন, ওলি পোপ, ডমিনিক সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন সাবেক আইজিপি মামুন
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন সাবেক আইজিপি মামুন
‘আলোচনায় অগ্রসর হওয়া বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করতে চায় ঐকমত্য কমিশন’
‘আলোচনায় অগ্রসর হওয়া বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করতে চায় ঐকমত্য কমিশন’
জুলাই আন্দোলন করেও ছাত্র হত্যা মামলায় কারাগারে যুবক, দাবি পরিবারের
জুলাই আন্দোলন করেও ছাত্র হত্যা মামলায় কারাগারে যুবক, দাবি পরিবারের
সর্বাধিক পঠিত
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
প্রশ্ন উঠছে এটা বন্যা নাকি খেসারত
প্রশ্ন উঠছে এটা বন্যা নাকি খেসারত