X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বোলিং শক্তি দেখালেন মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৯, ১৯:০৪আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৯:০৫

মাহমুদউল্লাহ পেয়েছেন ৩ উইকেট ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে অনেকক্ষণ টিকে থাকলেন তামিম ইকবাল। তাতেও অবশ্য মাঠে ফেরার মুহূর্তটা রঙিন হয়নি তার। মাহমুদউল্লাহর বলে ৩০ রান করে ফিরতে হয়েছে এই ওপেনারকে। দুই তারকার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রত্যাবর্তন ম্যাচে বোলিংয়ে শক্তি দেখিয়েছেন মাহমুদউল্লাহ।

বৃহস্পতিবার শুরু হওয়া এনসিএলের দ্বিতীয় স্তরের ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম ও ঢাকা মেট্রো। দল দুটির লড়াইয়ে ‍প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে গেছেন চট্টগ্রামের তামিম ও ঢাকা মেট্রোর মাহমুদউল্লাহ। শেরে বাংলা স্টেডিয়ামের এই লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নামা ‍চট্টগ্রাম প্রথম দিন শেষে করেছে ৩ উইকেটে ১৪৭ রানে।

বৃষ্টির কারণে মাত্র ৫১ ওভার খেলা হয়েছে মিরপুরে। সে পর্যন্ত চট্টগ্রামের হারানো ৩টি উইকেটই নিয়েছেন মাহমুদউল্লাহ। সাদিকুর রহমানকে দিয়ে এই স্পিনার শুরু করেন এনসিএলের উইকেট উদযাপন। ওয়ানডে মেজাজে ব্যাট করা এই ওপোনার স্টাম্পিং হয়ে ফেরার আগে হাফসেঞ্চুরি পূরণ করে খেলে যান ৫১ রানের ইনিংস। ৬৯ বলের ইনিংসটি সাজান ৫ বাউন্ডারি ও ১ ছক্কায়।

সাদিকুরের বিদায়ে ঢাকা মেট্রো পায় প্রথম উইকেট। ৮০ রানের উদ্বোধনী জুটি ভাঙা মাহমুদউল্লাহ খানিক পর ফেরান তামিমকে। ধৈর্যশীল ব্যাটিংয়ে ‍তামিম খেলেছেন ১০৫ বল, এরপরও শেষ রক্ষা হয়নি। ৩০ রান করে মাহমুদউল্লাহকে ক্যাচ দিয়ে ফিরেছেন প্যাভিলিয়নে।

পরে মাহমুদউল্লাহ তুলে নিয়েছেন ‍চট্টগ্রামের অধিনায়ক মুমিনুল হকের উইকেটও। বাঁহাতি ব্যাটসম্যান ১২ বলে ১১ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন শামসুর রহমানকে ক্যাচ দিয়ে। দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন পিনাক ঘোষ (৩০*) ও তাসামুল হক (১৭*)।

দ্বিতীয় স্তরে ছিল আরেকটি খেলা। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশাল-সিলেট ম্যাচের প্রথম দিন অবশ্য বৃষ্টিতে ভেসে গেছে। বৃষ্টির দাপটে টস করাই সম্ভব হয়নি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
সড়ক নিরাপদ করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান প্রয়োজন: মেয়র আতিক
সড়ক নিরাপদ করতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সমাধান প্রয়োজন: মেয়র আতিক
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে