X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘বোলার’ মাহমুদউল্লাহর উচ্ছ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৯, ১৯:০৫আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৯:০৮

ম্যান অব দ্য ম্যাচ ট্রফি হাতে মাহমুদউল্লাহ কাঁধের ইনজুরির কারণে মাঝে দীর্ঘদিন বল করতে পারেননি। গত মাসে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে বল করলেও উইকেটের দেখা পাননি। তবে তিন বছর পর জাতীয় লিগ খেলতে নেমে বল হাতে সফল মাহমুদউল্লাহ। চট্টগ্রামের বিপক্ষে ৬ উইকেট শিকারের পাশাপাশি ৬৩ রানের চমৎকার ইনিংস ম্যাচসেরার পুরস্কার এনে দিয়েছে তাকে। ঢাকা মেট্রোর অভিজ্ঞ ক্রিকেটার অবশ্য ব্যাটিংয়ের চেয়ে বোলিং সাফল্য নিয়ে বেশি উচ্ছ্বসিত।

মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে অমীমাংসিত ম্যাচশেষে সংবাদ মাধ্যমকে মাহমুদউল্লাহ বলেছেন, ‘কাঁধের ইনজুরিতে প্রায় ৭ মাস বল করতে পারিনি। তাই জাতীয় লিগে বল করতে উদগ্রীব ছিলাম। আলহামদুলিল্লাহ, আমার বোলিং অনুশীলন ভালো হয়েছে। বোলিংয়ে সাফল্য ব্যাটিংয়ের সময় বাড়তি আত্মবিশ্বাস এনে দেয় আমার মধ্যে। এই ম্যাচে সেঞ্চুরি করতে পারলে আরও ভালো লাগতো। চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি।’

নভেম্বরে ভারত সফর, তাই এবারের জাতীয় লিগকে একটু বেশিই গুরুত্ব দিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এ ব্যাপারে মাহমুদউল্লাহর অভিমত, ‘ভারত সফরকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটাররা ভালো খেলার চেষ্টা করছে। তাই লড়াইও হচ্ছে জমজমাট।’

শ্রীলঙ্কায় ব্যর্থ সফর শেষে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় সিরিজে খেলেননি তামিম ইকবাল। জাতীয় লিগের প্রথম রাউন্ডে অবশ্য খেলেছেন, কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য পাননি। ৩০ ও ৪৬ রান করা তামিমকে দুবারই আউট করা মাহমুদউল্লাহর বিশ্বাস, বড় ইনিংস পেতে সময় লাগবে না দেশসেরা ওপেনারের, ‘জাতীয় লিগ শুরুর আগে তামিম কঠোর পরিশ্রম করেছে। এই ম্যাচে হয়তো বড় ইনিংস খেলতে পারেনি, তবে দেখে মনে হয়েছে ওর ছন্দে ফেরা শুধুই সময়ের ব্যাপার। কয়েক মাস ধরেই তামিম ফিটনেস নিয়ে অনেক কাজ করছে। সে ঠিক পথেই আছে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক