X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মুমিনুলের চোখে ব্যর্থতার কারণ

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০১৯, ২০:৩৯আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২০:৪৩

সংবাদ সম্মেলনে মুমিনুল বাংলাদেশের টেস্ট ইতিহাস ১৯ বছরের। সময়টা বেশ লম্বা হলেও বড় দৈর্ঘ্যের ক্রিকেটে মানিয়ে নিতে এখনও সংগ্রাম করে যাচ্ছে তারা। ইন্দোরে ভারতের কাছে ইনিংস ও ১৩০ রানে হারের পর আবারও উঠে এলো এই বিষয়টি। অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে ব্যর্থতার পর মুমিনুল হক জানালেন, যথেষ্ট টেস্ট খেলতে না পারা এই বড় হারের মূল কারণ।

ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যুগে পা রাখলো বাংলাদেশ। কোনও লড়াইয়ের ইঙ্গিত না দিয়ে অসহায় আত্মসমর্পণ করলো স্বাগতিকদের কাছে। ১১৬ টেস্টে ৮৭তম হারের পর মুমিনুল বলেছেন, ‘আমাদের আরও বেশি টেস্ট ম্যাচ খেলতে হবে। আপনারা দেখেন, গত ৭ মাসে আমরা কেবল দুটি টেস্ট খেলেছি। অন্য দলগুলোর মতো আমরা টেস্ট খেলি না। আমি মনে করি এটাই মূল কারণ (ব্যর্থতার)।

টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে বাংলাদেশ আরও বেশি টেস্ট খেলার সুযোগ পাবে, এতে খুশি মুমিনুল। ২০১৯-২১ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরের বছর টেস্ট খেলবে তারা। এর বাইরে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি করে টেস্ট ম্যাচ আছে বাংলাদেশের। মুমিনুল বলেছেন, ‘আমরা খুশি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তাদের জন্য বিশাল সুযোগ, যারা টেস্ট খেলে। এটা বড় একটা প্রতিযোগিতা। আইসিসি যদি এর আয়োজন না করতো, আমরা বেশি টেস্ট খেলতে পারতাম না। প্রত্যেকের জন্য এটা ভালো হবে।’

টেস্টে এক নম্বর দলের সামনে ব্যাটসম্যানরা চাপে ছিল কিনা প্রশ্নে অধিনায়ক বলেছেন, ‘বোলিং আক্রমণ ছিল চ্যালেঞ্জিং। ওপেনাররা প্রথম ১৫-২০ ওভার খেললে ব্যাটিং লাইন আপের বাকিদের জন্য খেলা সহজ হয়ে যায়। ভারতের ভয়ঙ্কর বোলিং আক্রমণ, তবে আমরাও ব্যাটিং ইউনিট হিসেবে ব্যর্থ। আমরাও আমাদের সুযোগ কাজে লাগাতে পারিনি।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ মে বিশ্ব ফুটবল দিবস
২৫ মে বিশ্ব ফুটবল দিবস
৪৬৮ কোটি টাকার তেল ও ডাল কিনবে সরকার
৪৬৮ কোটি টাকার তেল ও ডাল কিনবে সরকার
আইএমএফের তৃতীয় কিস্তির টাকা কবে পাবে বাংলাদেশ
আইএমএফের তৃতীয় কিস্তির টাকা কবে পাবে বাংলাদেশ
সুন্দরবনে আগুন: ১১ নাগরিকের উদ্বেগ
সুন্দরবনে আগুন: ১১ নাগরিকের উদ্বেগ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ