X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শিরোপার সুবাস পাচ্ছে খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ১৮:৫১আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৮:৫৮

সোহানের ব্যাটে প্রথম ইনিংসে লিড নেয় খুলনা শুভাগত হোমের অফস্পিনে লোয়ার অর্ডারে ধসের মুখোমুখি হলেও নুরুল হাসান সোহানের ব্যাটে প্রথম ইনিংসে লিড নেয় খুলনা। এরপর প্রথম স্তরের এই ম্যাচে ঢাকার ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নেন তাদের পেসার জিয়াউর রহমান। তার বোলিংয়ে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে শেষ পর্যন্ত ২ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ঢাকা। আপাতদৃষ্টিতে চ্যাম্পিয়ন হওয়ার পথে ভালোভাবে এগিয়ে যাচ্ছে খুলনা।

ঢাকার ২৭৯ রানের জবাবে প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৫২ রানে সোমবার খেলা শুরু করে খুলনা। ৭৫ রানে মাঠে নামা তুষার ইমরান দলকে লিড এনে দেওয়ার আগেই বিদায় নেন। ৮২ রান করে শুভাগত তৃতীয় শিকার হন তিনি। এরপর ঢাকার এই অফস্পিনারের টানা দুই ওভারে আরও দুটি উইকেট হারায় খুলনা।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে সোহান ১৮১ বলে সেঞ্চুরি করেন। অন্য ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল বড় হতে থাকলেও খুলনা অধিনায়ক একপ্রান্ত আগলে খেলতে থাকেন। তার ২২৭ বলে ১৩ চার ও ৭ ছয়ে সাজানো ১৫০ রানের অপরাজিত ইনিংসে লিড পায় খুলনা। ১০০ রানের লিড নিয়ে খুলনা গুটিয়ে যায় ৩৭৯ রানে।

শুভাগত এই ইনিংসে ৫ উইকেট নিয়ে ঢাকার সেরা বোলার। দুটি পান নাজমুল ইসলাম।

ঢাকা দ্বিতীয় ইনিংস খেলতে নেমে সপ্তম ওভারে জিয়ার কাছে দুই উইকেট হারায়। পরের ওভারে খুলনার এই পেসার আরও একটি উইকেট তুলে নেন। মাত্র ১০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ঢাকা। তবে রকিবুল হাসানের সঙ্গে শুভাগতর ৭৬ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তারা।

শুভাগত ৪২ রানে আউট হওয়ার পর রকিবুল ৩৯ রানে অপরাজিত থেকে ঢাকাকে লিড এনে দেন। অন্য প্রান্তে মোহাম্মদ আরাফাত ৯ রানে খেলছিলেন। তারা দিন শেষ করে ৫ উইকেটে ১০২ রানে।

এই ইনিংসে জিয়াউর নেন ৩ উইকেট।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম স্তরের আরেক ম্যাচে রাজশাহীকে বড় লক্ষ্য দেওয়ার পথে রংপুর। প্রথম ইনিংসে ২৭৪ রান করা দলটি স্বাগতিকদের ২৫৪ রানে অলআউট করে। রাজশাহীর আরিফুল হক নেন ৬ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৮ রান করেছে রংপুর, ৪ উইকেট হাতে রেখে তদের লিড ২৪৮ রানের।

৫ উইকেটে ২২৪ রানে দিন শুরু করেছিল রাজশাহী। আর ৩০ রান করতে বাকি উইকেটগুলো হারায় তারা। তানভীর হায়দারের অপরাজিত ৭২ ও আরিফুলের ৪৮ রানে ভর করে রংপুর বড় লিড নিয়ে দিন শেষ করেছে।

রংপুরের দ্বিতীয় ইনিংসে রানের লাগাম টেনে ধরতে ৪ উইকেট নেন দেলোয়ার হোসেন।

দ্বিতীয় স্তরের ম্যাচে বরিশালের ৪১৪ রানের জবাবে শামসুর রহমান ও মার্শাল আইয়ুবের সেঞ্চুরিতে ৫২ রানের লিড নেয় ঢাকা মেট্রো। শামসুর ১০৩ ও মার্শাল ১০৯ রান করেন। পরে আল আমিনের ৯২ ও জাবিদ হাসানের অপরাজিত ৬২ রানের ইনিংসে চড়ে লিড পায় মেট্রো। ৪৬৬ রানে অলআউট হয় তারা।

দ্বিতীয় ইনিংসে বরিশাল মাত্র ১৬ রানে ৩ উইকেট হারায়। ৩ উইকেটে ৩০ রানে দিন শেষ করে তারা। তাতে ৭ উইকেট হাতে রেখে ২২ রানে এগিয়ে বরিশাল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে