X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পার্থ টেস্টে আর বল করতে পারবেন না ফার্গুসন

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৫

লকি ফার্গুসন অভিষেক টেস্ট স্মরণীয় করে রাখতে চাইবেন যে কোনও ক্রিকেটারই। সেরকম কোনও স্বপ্ন নিয়েই হয়তো পার্থে ক্যারিয়ারের প্রথম টেস্টে নেমেছিলেন লকি ফার্গুসন। কিন্তু চোট কেড়ে নিলো তার স্বপ্ন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে আর বলই করতে পারবেন না কিউই পেসার।!

কাফ ইনজুরিতে সিরিজের প্রথম টেস্টের বোলিংয়ে আর দেখা যাবে না ফার্গুসনকে। নিউজিুল্যান্ডের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ডান কাফে টান লেগেছে এই পেসারের, যাতে পার্থের পুরো ম্যাচে আর বল করতে পারবেন না তিনি। একজন কম বোলার নিয়েই খেলতে হবে কিউইদের।

বৃহস্পতিবার প্রথম দিনে অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের সময় ব্যথা পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ফার্গুসন। পরে তার অবস্থা ‍জানতে করা হয় এমআরআই। পরীক্ষা-নিরীক্ষা শেষে কাফ ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

এক বিবৃতিতে সফরকারী দলটি জানিয়েছে, ‘এমআরআই স্ক্যানে নিশ্চিত হওয়া গেছে, লকি ফার্গুসনের ডান ‍কাফে টান লেগেছে, যে কারণে পার্থের প্রথম টেস্টে আর বল করতে পারবেন না তিনি। যদিও ব্যাট করতে কোনও অসুবিধা নেই। তার সেরে ওঠার প্রক্রিয়ার ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব আমরা।’

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চোট পেয়েছিলেন ট্রেন্ট বোল্ট। অস্ট্রেলিয়ার সফরের প্রথম টেস্টের আগে এই পেসার ফিট হয়ে উঠতে না পারায় সুযোগ পেয়ে যায় ফার্গুসন। যদিও ক্যারিয়ারের প্রথম টেস্ট শেষ হয়ে গেছে মাত্র ১১ ওভারে। উইকেট উদযাপনও করা হয়নি তার। অবশ্য স্টিভেন স্মিথের ব্যাট ছুঁয়ে আসা বল স্লিপে টম ল্যাথাম না ছাড়লে দারুণভাবেই প্রথম উইকেট রাঙাতে পারতেন ফার্গুসন। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?