X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

মুশফিক জানতেন আইপিএলে হবে না, তবু অনুরোধে…

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৯, ২১:১৮আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২১:২২

মুশফিকুর রহিম মুশফিক জানতেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএ) তার সুযোগ হবে না! তাই শুরুতে নিজের নাম নিবন্ধন করেননি। কিন্তু কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখানোয় আইপিএলের ড্রাফটে নিজের নাম দেন  মুশফিক। কিন্তু ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের মুশফিকের ব্যাপারে আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। তবে আইপিএলে দল পাননি বলে মোটেও হতাশ নন মুশফিক। জানিয়েছেন, দেশের হয়ে খেলাটা তার কাছে সবচেয়ে গৌরবের।

শনিবার বঙ্গবন্ধু বিপিএলে সিলেট থান্ডারের কাছে ৮০ রানে হেরেছে মুশফিকের দল খুলনা টাইগার্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আইপিএল প্রসঙ্গ উঠতেই মুশফিক বলেন, ‘দল পাওয়া কিংবা না পাওয়া এসব তো আমার হাতে নেই। আমাদের হাতে আছে, আমরা বাংলাদেশি ক্রিকেটাররা কতটা ধারাবাহিক হতে পারি। আইপিএল হলে হবে, না হলে নাই। এটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার না। বাংলাদেশের হয়ে খেলার চাইতে গর্ব করার মতো কিছুই হতে পারে না। আইপিএল নিয়ে কখনোই খুব বেশি চিন্তা করিনি। তবে একটা আশা ছিল। কিন্তু জীবন এগিয়ে যাবে। এখন বিপিএলে খেলছি, তো এখানেই নজর দিতে চাই।’

মুশফিক বুঝে গিয়েছিলেন আইপিএলে তার খেলা হবে না! তাই শুরুতে নাম নিবন্ধন করেনি। সংবাদ সম্মেলনে জানালেন সেই কথা, ‘সত্যি বলতে আমি প্রথমে নিলামেই নাম লেখাইনি। আমি জানতাম তারা নেবে না। এজন্য শুধু শুধু নাম দিয়ে লাভ নেই। তারপরও তারা (আইপিএলের ফ্র্যাঞ্চাইজি) যখন অনুরোধ করলো, তখন দেখলাম কোনো একটা সুযোগ হয়তো আছে। কিন্তু শেষ পর্যন্ত তো কেউই নেয়নি।’

আইপিএলের নিলামের সপ্তাহ খানেক আগে গুঞ্জন ওঠে, নিলামে নাম রাখতে মুশফিককে অনুরোধ করেছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। মুশফিকের ব্যাপারে নাকি আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজির মধ্যে ভেতরে ভেতরে লড়াইও চলছে! বাস্তবে অবশ্য এমনটা দেখা যায়নি। নিলামে তার নাম উঠলেও কেউ মুশফিকের ব্যাপারে আগ্রহ দেখায়নি । কারা আগ্রহী ছিলো সেটা জানেন না মুশফিক, ‘আমি খুব বেশি কিছু জানি না। আমি আপনাদের মাধ্যমেই জেনেছি কয়েকটি ফ্র্যাঞ্চাইজি হয়তো আগ্রহী আমার ব্যাপারে। এর ভিতরে বা বাইরে আর কিছুই জানি না।’

ভবিষ্যতে যদি আবারো আইপিএলের নিলামে নাম তোলার অনুরোধ বা সুযোগ আসে তখন কী করবেন মুশফিক? মুশফিকের কথা, ‘সেটা ভবিষ্যৎই বলে দেবে।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্লে-অফে বেঙ্গালুরু, চেন্নাইয়ের সম্ভাবনা কতটুকু?
প্লে-অফে বেঙ্গালুরু, চেন্নাইয়ের সম্ভাবনা কতটুকু?
ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু
ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু
আরসার আস্তানায় অভিযান, গ্রেনেড-রকেট শেলসহ গ্রেফতার ২
আরসার আস্তানায় অভিযান, গ্রেনেড-রকেট শেলসহ গ্রেফতার ২
ইউক্রেন নিয়ে চীনের শান্তি পরিকল্পনায় পুতিনের সমর্থন
ইউক্রেন নিয়ে চীনের শান্তি পরিকল্পনায় পুতিনের সমর্থন
সর্বাধিক পঠিত
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
বিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা
যুগপৎ ধারায় আসবে নতুন কর্মসূচিবিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা