X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ভারত পাকিস্তানে এলে বরণ করে নেবেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৯

ভারতের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে শহীদ আফ্রিদি অনিশ্চয়তায় দুলছে সামনের এশিয়া কাপ। পাকিস্তান আয়োজক হওয়াতেই এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে যত সংশয়। ভারতের সঙ্গে তাদের সম্পর্ক মোটেও ভালো নয়, এই অবস্থায় তাদের পাকিস্তানে গিয়ে খেলার সম্ভাবনাও দেখা যাচ্ছে না। তবে রাজনৈতিক বৈরিতা একপাশে ঠেলে ভারত যদি পাকিস্তানে আসে, তাহলে তাদের বরণ করেন নেবেন দেশটির অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

নিরাপত্তা শঙ্কা এখনও পুরোপুরি কাটাতে পারেনি পাকিস্তান। এশিয়ার দুই দেশ শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে গেলেও তাদের মাটিতে খেলা কতটা নিরাপদ, সেই প্রশ্ন এখনও আছে। এর ওপর ভারতের সঙ্গে বিরোধের জায়গা তো রয়েছেই। সব মিলিয়ে সেপ্টেম্বরে এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে হবে কিনা, বিষয়টি এখনও নিশ্চিত নয়।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এরই মধ্যে জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, ভারত চাইলে তাদের নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনে সমস্যা নেই। বিসিসিআইয়ের এক কর্তা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসে (আইএএনএস) পাকিস্তানের এই প্রস্তাবের পক্ষেই কথা বলেছেন।

এই দোলাচলের মধ্যে আফ্রিদি জানালেন ভারত পাকিস্তানের মাটিতে খেলতে এলে তাদের স্বাগত জানাবেন তিনি। পাকিস্তানি টেলিভিশন ‘এআরওয়াই নিউজ’কে ‘বুম বুম’ বলেছেন, ‘২০২০ সালের এশিয়া ‍কাপ খেলতে ভারত পাকিস্তানে এলে আমরা তাদের বরণ করে নেবো। আমার মনে হয় আমরা সবসময়ই পাকিস্তানকে দেশের মাটিতে স্বাগত জানাবো। ক্রিকেট, আসলে ক্রীড়াঙ্গনই একমাত্র মাধ্যম যেটি দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের সেতু তৈরি করা সম্ভব।’

২০১৮ সালের এশিয়া কাপের আয়োজক ছিল ভারত। কিন্তু দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক সমস্যায় বিসিসিআই টুর্নামেন্টটি করেছিল সংযুক্ত আরব আমিরাতে। এবার পিসিবিও মধ্যপ্রাচ্যের দেশটিতে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই আয়োজনের ইঙ্গিত দিয়ে রেখেছে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাতি তাড়াতে গিয়ে আক্রমণে কিশোরের মৃত্যু, থানায় মামলা
হাতি তাড়াতে গিয়ে আক্রমণে কিশোরের মৃত্যু, থানায় মামলা
সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন
সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন
লিগ পারফরম্যান্সের পুরস্কার পেলেন তৈয়ব
জুনিয়র এএইচএফ কাপ হকিলিগ পারফরম্যান্সের পুরস্কার পেলেন তৈয়ব
লালবাগে নারীর মরদেহ উদ্ধার
লালবাগে নারীর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ