X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার লিগ শুরু ১৫ মার্চ, নেই বিদেশি ক্রিকেটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৭

প্রিমিয়ার লিগ শুরু ১৫ মার্চ, নেই বিদেশি ক্রিকেটার আগামী ১৫ মার্চ শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এবারের লিগে কোনও বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ পাবে না। স্থানীয় ক্রিকেটারদের বেশি সুযোগ দিতেই ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) এমন সিদ্ধান্ত।

রবিবার সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘স্থানীয় খেলোয়াড়দের জন্য এটা দারুণ সুযোগ। বিসিএল, এনসিএলে বিদেশি খেলোয়াড় নেই। বোর্ড ও ক্লাবের সঙ্গে আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি।

গত নভেম্বরে ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেন ক্রিকেটাররা। ১১ দফার একটি ছিল উন্মুক্ত পদ্ধতিতে দলবদল। বিসিবি তখনই কথা দিয়েছিল প্রিমিয়ার লিগের দলবদল হবে উন্মুক্ত পদ্ধতিতে।

সিসিডিএম চেয়ারম্যান জানিয়েছেন, ‘খেলোয়াড়দের দাবি মেনে নিয়ে এবার উন্মুক্ত পদ্ধতিতে দলবদল হবে। ৩ থেকে ৫ মার্চ দলবদলে অংশ নেবেন ক্রিকেটাররা। যেহেতু জাতীয় দলের ক্রিকেটাররা তখন সিলেটে থাকবেন, তাই সেখানে একটা ডেস্ক রাখা হবে সিসিডিএমের পক্ষ থেকে। যাতে জাতীয় দলের খেলোয়াড়রা নিবন্ধনে অংশ নিতে পারেন।’

গত বছর প্রিমিয়ার লিগ শুরুর আগে একটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছিল। স্থানীয় ক্রিকেটারদের বেশি টি-টোয়েন্টি খেলার সুযোগ দিতে সিসিডিএম এমন উদ্যোগ নিয়েছিল। এবারও সেটা থাকছে, তবে সব দল খেলার সুযোগ পাচ্ছে না। কাজী ইনাম জানিয়েছেন, ‘যেহেতু এবার ক্রিকেট মৌসুম একটু দেরিতে শুরু হচ্ছে, তাই প্রিমিয়ার লিগ শেষ হলে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবো আমরা। সুপার লিগের ছয়টি দল নিয়ে সিঙ্গেল লিগ পদ্ধতিতে টুর্নামেন্টটি হবে। অর্থাৎ প্রত্যেক দল পাঁচটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সুপার লিগের ছয়টি দল প্রয়োজনে অন্য ক্লাবের তিনজন করে খেলোয়াড় নিতে পারবে টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য।’

ঢাকা প্রিমিয়ার লিগ হলেও প্রথম কয়েক রাউন্ড ঢাকার বাইরে করার সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম, ‘প্রথম তিন অথবা চার রাউন্ড ঢাকার বাইরে হবে। ঢাকা ও বিকেএসপির মাঠ অনেক ব্যবহার হয়েছে এবার। তাই এমন সিদ্ধান্ত। আমরা চট্টগ্রাম ও কক্সবাজারে প্রথম কয়েকটি রাউন্ড আয়োজনের চিন্তা-ভাবনা করছি।’

আম্পায়ারিং প্রসঙ্গে কাজী ইনামের বক্তব্য, ‘গত দুই মৌসুম প্রিমিয়ার লিগের আম্পায়ারিং নিয়ে কোনও অভিযোগ ছিল না। আমরা অবশ্যই সেই ধারাবাহিকতা রক্ষা করবো।’

জাতীয় ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগ বিশেষ ক্যামেরার মাধ্যমে লাইভ স্ট্রিমিং করছে বিসিবি। ঢাকা প্রিমিয়ার লিগেও তা করা হবে বলে জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী