X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

কোহলিকে হটিয়ে শীর্ষে স্মিথ, মুশফিক-মুমিনুলের উন্নতি

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৬

কোহলিকে সরিয়ে শীর্ষে স্মিথ ওয়েলিংটন টেস্টে ছন্নছাড়া ভারত, অধিনায়ক বিরাট কোহলিও। ১০ উইকেটে নিউজিল্যান্ডের কাছে হারে ডানহাতি ব্যাটসম্যান করেছেন মাত্র ২ ও ১৯ রান। তাতে ব্যাটসম্যান র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটা হারালেন ভারত অধিনায়ক। তাকে হটিয়ে ক্যারিয়ারে অষ্টমবার এক নম্বরে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।

পাঁচদিনের ক্রিকেটের শীর্ষস্থান দীর্ঘদিন ধরে অদল-বদল হচ্ছে স্মিথ ও কোহলির মধ্যে। ২০১৫ সালের ডিসেম্বরে শুধু ৮ দিনের জন্য এক নম্বরে ছিলেন কেন উইলিয়ামসন। বেসিন রিজার্ভে একমাত্র ইনিংসে ৮৯ রান করে মারনাস লাবুশেনেকে টপকে তিনে উঠেছেন নিউজিল্যান্ড অধিনায়ক।

২০১৫ সালের জুনে প্রথমবার এক নম্বর ব্যাটসম্যান হওয়া স্মিথ ৯১১ পয়েন্ট নিয়ে সবার ওপরে। ৯০৬ পয়েন্টে কোহলি নেমে গেছেন দ্বিতীয় স্থানে। ওয়েলিংটনে ৪৬ ও ২৯ রান করে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে তার সতীর্থ অজিঙ্কে রাহানে, মায়াঙ্ক আগরওয়াল ৩৪ ও ৫৮ রান করে ১০ নম্বরে। ১০০তম টেস্টে ৪৪ রান করে তিন ধাপ ওপরে ১৩তম স্থানে উঠেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেলর।

২০১৪ সালের ৫ জুনের পর সেরা বোলিং পারফরম্যান্সে ৮ ধাপ উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির, ষষ্ঠ স্থানে উঠেছেন ওয়েলিংটনে ৯ উইকেট নিয়ে। ৫ উইকেট শিকার করে পাকিস্তানের মোহাম্মদ আব্বাসের সঙ্গে যৌথভাবে ১৩তম স্থানে ট্রেন্ট বোল্ট। শীর্ষ বোলারের আসনটি ধরে রেখেছেন প্যাট কামিন্স।

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ইনিংস ও ১০৬ রানের জয়ে বাংলাদেশের ক্রিকেটারদেরও র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে। দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মুমিনুল হক এগিয়েছেন ৫ ধাপ করে। ২০৩ রানে অপরাজিত থাকা মুশফিকের অবস্থান ২০ নম্বরে। মুমিনুল ১৩২ রান করে ৩৯তম ব্যাটসম্যান। একমাত্র টেস্টে ৯ উইকেট নিয়ে ২৯ ধাপ এগিয়েছেন নাঈম হাসান। বোলার র‌্যাংকিংয়ে ৩৮ নম্বরে এ স্পিনার। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া আবু জায়েদ ১১ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে।

শন উইলিয়ামসের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে থাকা ক্রেগ আরভিন ১৫ ধাপ এগিয়ে ৪০তম ব্যাটসম্যান। মিরপুর টেস্টে ১০৭ ও ৪৩ রান করেন তিনি।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের প্রথম পাঁচে একটি পরিবর্তন এসেছে। ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে টপকে চারে উঠেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। শীর্ষে আগের মতোই আছেন জেসন হোল্ডার, পরের দুটি স্থানে বেন স্টোকস ও রবীন্দ্র জাদেজা।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাওল নাটোর্পের রবীন্দ্র-মূল্যায়ন
পাওল নাটোর্পের রবীন্দ্র-মূল্যায়ন
ঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
কবিগুরুর ১৬২তম জন্মজয়ন্তীঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
বরিশালে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ লাইন
বরিশালে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ লাইন
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা