X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত

সাকিবের ‘পৌষ মাস’ হলেও হাবিবুলের কাছে ‘সর্বনাশ’

রবিউল ইসলাম
২১ জুলাই ২০২০, ২৩:৪৯আপডেট : ২২ জুলাই ২০২০, ০০:১৩

সাকিবের ‘পৌষ মাস’ হলেও হাবিবুলের কাছে ‘সর্বনাশ’ করোনার কারণে বেশ কয়েকটি সিরিজ স্থগিত হয়েছে বাংলাদেশের। বাতিল হয়েছে এ বছরের এশিয়া কাপও৷ আগামী অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপও পিছিয়ে দেওয়ার ঘোষণা এসেছে সোমবার। সেই ঘোষণায় অন্য ক্রিকেটারদের ‘সর্বনাশ’ হলেও সাকিবের জন্য কিন্তু ‘পৌষ মাস’! নিষেধাজ্ঞার কারণে ক্রিকেটের বাইরে থাকা সাকিবের মিস হতো টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু স্থগিত হয়ে যাওয়াতে সেটা আর হচ্ছে না।

সাকিবের ‘লাভ’ হলেও এই সিদ্ধান্তে মোটেও খুশি নন নির্বাচক হাবিবুল বাশার। তার মতে, একের পর এক সিরিজ-টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা ‘সর্বনাশ’ হয়ে আসছে লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকা খেলোয়াড়ের জন্য।

জুয়াড়ির সঙ্গে যোগাযোগের তথ্য ‘গোপন’ করায় দু্ই বছর নিষিদ্ধ হয়েছেন সাকিব, যেখানে আছে একবছরের স্থগিত নিষেধাজ্ঞা। সেই হিসাবে আগামী অক্টোবরে ক্রিকেটে ফিরতে পারবেন এই অলরাউন্ডার। সূচি অনুযায়ী তার আগেই ছিল অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ। সোমবার প্রতিযোগিতাটি স্থগিত করায় ঘোষণাটি সাকিবের জন্য আশীর্বাদ হয়ে এসেছে নিশ্চয়- প্রশ্নটি করতেই হাবিবুল মন ছেয়ে গেল হতাশায়।

বাংলা ট্রিবিউনকে সাবেক অধিনায়ক বলেছেন, ‘বিশ্বকাপ এবার হচ্ছে না, সেটা হয়তো সাকিবের জন্য ভালো হয়েছে। কিন্তু পরের বিশ্বকাপেই যে সে খেলতে পারবে, সেটা কিন্তু নিশ্চিত নয়। সে বড় কোনও ইনজুরিতে পড়তে পারে। তার অন্য কোনও সমস্যা হতে পারে। সাকিব অবশ্যই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার অন্তর্ভুক্তি সবসময়ই দলকে বাড়তি শক্তি দেয়। কিন্তু বিশ্বকাপ স্থগিত করে সাকিবের সুযোগ নিয়ে মোটেও খুশি নই।’

কেন খুশি নন, সেই ব্যাখ্যাও দিয়েছেন হাবিবুল, ‘বিশ্বকাপটা হলেই ভালো হতো। বিশ্বকাপ না হওয়াটা চরম হতাশার। আমাদের কতগুলো সিরিজের সঙ্গে এশিয়া কাপ ও বিশ্বকাপ বাতিল হয়ে গেলো। ছেলেরা খেলার বাইরে থাকতে থাকতে হতাশ হয়ে যাচ্ছে। সত্যিকার অর্থেই একজন ক্রিকেটারের জন্য এটা হতাশার।’

দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকাটাকে বড় হতাশা হিসেবে দেখছেন হাবিবুল। তার কাছে, সাকিবের বিশ্বকাপ খেলার সুযোগটি মুখ্য নয়, ‘সাকিব থাকুক আর না থাকুক, দল তো আগে নাকি? বিশ্বকাপে কী করি না করি সেটা পরের বিষয়। আমার মনে হয় এত চিন্তা-ভাবনা না করাটাই ভালো। সাকিব ছাড়া তো আমরা ম্যাচ জিতেছি। সুতরাং বিশ্বকাপ স্থগিত হওয়াতে সাকিব খেলার সুযোগ পাবে- এই বিষয়টি ভেবে আমি খুশি হতে পারছি না। বরং আমি ভীষণ হতাশ, ছেলেদের দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে।’

বড় দল হতে হলে দলের শক্তি অনেক বাড়াতে হয়। একক কোনও খেলোয়াড়ের ওপর নির্ভরশীল হওয়া চলে না। বাংলাদেশ সেই কাতারে যোগ দিয়েছে বলে মনে করেন হাবিবুল, ‘বাংলাদেশ ধীরে ধীরে উন্নতি করছে। এই সময়ে যে কোনও বিশেষ একজন খেলোয়াড় ওপর নির্ভর করার সুযোগ কোথায়? দলের আত্মবিশ্বাস থাকা উচিত যে আমাদের অনেক রিসোর্স আছে। আমি আবারও বলছি সাকিবের থাকা না থাকাটা সবসময়ই অনেক বড় বিষয়, এটা যে কোনও ফরম্যাটেই হোক। কিন্তু এই বিশ্বকাপটা হয়ে গেলেই ভালো হতো। হয়তো সাকিবের খেলা হতো না, কিন্তু যারা আছে তারা যথেষ্ট সামর্থ্যবান ছিল।’

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে বলতে গেলে একাই বাংলাদেশকে টেনে নিয়ে গিয়েছিলেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে না পাওয়াটা কত বড় ক্ষতির, সেটা তার নিষেধাজ্ঞার পরপরই বলেছিলেন অনেকে। হাবিবুল নিজেও বলেছিলেন। এরপরও সাকিবকে ছাড়া অস্ট্রেলিয়ার প্রতিযোগিতার কথা সাবেক এই অধিনায়ক জোর গলায় বলতে পারছেন কারণ, নির্বাচক হিসেবে বর্তমান দলটার ওপর আছে তার অগাধ আস্থা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে