X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ‘ভাগ্য’ গড়বে বাংলাদেশ!

রবিউল ইসলাম
১১ আগস্ট ২০২০, ২১:৫৭আপডেট : ১১ আগস্ট ২০২০, ২১:৫৭

শ্রীলঙ্কায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ‘ভাগ্য’ গড়বে বাংলাদেশ! ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ। তাদের বিপক্ষে দুই টেস্ট ও পাকিস্তানের বিপক্ষে এক টেস্ট খেললেও এখনও কোনও পয়েন্ট যোগ হয়নি। ফলে সবার নিচে অবস্থান বাংলাদেশের। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজ। করোনাভাইরাস বিরতির পর টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান কেমন হবে, সেটা এই সিরিজের ওপর অনেকটা নির্ভর করছে বলে মনে করেন নির্বাচক হাবিবুল বাশার।

আজ (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে হাবিবুল বলেছেন, ‘সত্যি কথা বলতে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা একদমই ভালো হয়নি। তবে এটাও সত্য আমরা কিন্তু অনেক পিছিয়ে যাইনি। আমাদের সুযোগ আছে এখনও। সামনের শ্রীলঙ্কা সফরে আমাদের ভালো করা সম্ভব।’

লম্বা সময় খেলার বাইরে ক্রিকেটাররা। কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করলেও পুরোদমে ফেরার প্রস্তুতি শুরু হয়নি। এই অবস্থায় শ্রীলঙ্কা সফরে গিয়ে ভালো করাটা যে কঠিন, সেটা মানছেন হাবিবুল। তবে সমস্যাটা যে শুধু বাংলাদেশের নয়, সেটাও মনে করিয়ে দিলেন সাবেক অধিনায়ক, ‘হয়তো অনেকেই বলবে দীর্ঘ বিরতির পর এমন ভাবনা অবান্তর। আমাদের জন্য যেমন বিরতি ছিল, শ্রীলঙ্কার জন্যও তেমন বিরতিই ছিল। এটি সত্য লঙ্কানদের বিপক্ষে এই সিরিজটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের অবস্থান কেমন হবে, সেটি শ্রীলঙ্কা সফরেই অনেকটা বোঝা যাবে।’

সঙ্গে যোগ করলেন, ‘আমি একটা কথাই বলবো, নানা রকম সমস্যা আছে, সেগুলো না ভেবে ইতিবাচক থাকতে পারলে এই সিরিজে আমাদের ভালো করা সম্ভব।’

করোনার কারণে গত পাঁচ মাস স্থবির বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। এমন অবস্থায় শ্রীলঙ্কা সিরিজের আগে যথাযথ প্রস্তুতি নেওয়া কতটা সম্ভব হবে, সেটাও একটা বড় প্রশ্ন। যদিও হাবিবুল এত কিছু ভাবতে চাইছেন না, ‘করোনার কারণে কী হবে, প্রস্তুতি কীভাবে নেবে, কীভাবে খেলবে- এইসব নিয়ে আর আলোচনা না করাই ভালো। আমরা দেখছি কয়েকটি সিরিজ কীভাবে আয়োজন হয়েছে। খেলোয়াড়রা কীভাবে নিজেদের মানিয়ে নিয়েছে। ওরা যেহেতু মানিয়ে নিতে পারছে, আশা করি আমরাও পারবো। বেশি ভাবতে গেলে মনে নেতিবাচক প্রভাব পড়বে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই ক্রিকেটারদের অনুশীলন করা উচিত।’

শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত হয়নি। ফলে বাংলাদেশ দলের ক্যাম্পও চালু করা সম্ভব হচ্ছে না। নির্বাচকরা দল নিয়ে চিন্তা-ভাবনা করলেও এখনও এই সিরিজের দল চূড়ান্ত করেননি। হাবিবুল বললেন, ‘দল নিয়ে আমরা এখনও বসিনি। যেহেতু অনেকদিন খেলা নেই, আগের সিরিজের খেলোয়াড়রাই বিবেচনায় থাকা উচিত।’

তাই শ্রীলঙ্কা সিরিজে নতুন খেলোয়াড়দের সুযোগ দেখছেন না এই নির্বাচক, ‘আমি তো কোনোভাবেই নতুন খেলোয়াড়দের সুযোগ দেখি না। গত পাঁচ মাস খেলা নেই, কী দেখে আমরা নতুন খেলোয়াড় নেবো? আমাদের পুলের খেলোয়াড় আছে, গত সিরিজের পারফরম্যান্সও আমরা বিবেচনা করবো। ক্যাম্প শুরুর ঘোষণা আসলে আমরাও দ্রুত সময়ে দল ঘোষণা করে দেবো।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
বাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী মারা গেছে
অননুমোদিত স্টিকারে ৩৬৩ গাড়িতে মামলা
অননুমোদিত স্টিকারে ৩৬৩ গাড়িতে মামলা
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
আ. লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার
আ. লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি