X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

যেখানে ম্যাক্সওয়েল সবার ওপরে

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৫

গ্লেন ম্যাক্সওয়েল অবিশ্বাস্য জয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। আর এই জয়ের অন্যতম রূপকার গ্লেন ম্যাক্সওয়েল। অ্যালেক্স ক্যারির সঙ্গে ২০০ ছাড়ানো জুটি গড়ার পথে সাত নম্বরে নেমে সেঞ্চুরি পেয়েছেন তিনি। একই সঙ্গে গড়েছেন নতুন এক রেকর্ড। বল সংখ্যায় ওয়ানডেতে দ্রুততম ৩ হাজার রানের মালিক এখন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।

নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯২ বল কম খেলে এই মাইলফলকে পৌঁছেছেন ম্যাক্সওয়েল। ৩ হাজার রানের ক্লাবে যেতে তিনি বল খেলেছেন ২ হাজার ৪৪০টি। যেখানে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের জস বাটলারের লেগেছিল ২ হাজার ৫৩২ বল। পরের জায়গাগুলোতে রয়েছেন যথাক্রমে- ইংল্যান্ডের জেসন রয় (২ হাজার ৮২৪) ও জনি বেয়ারস্টো (২ হাজার ৮৪২), ভারতীয় কিংবদন্তি কপিল দেব (২ হাজার ৯৫৭) এবং দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার (২ হাজার ৯৯৭)।

মাত্র ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ম্যাক্সওয়েল ৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ১০০ ছাড়ানো স্ট্রাইক-রেটে। ম্যানচেস্টারের তৃতীয় ওয়ানডে শেষে তার স্ট্রাইক-রেট ১২২.৯৫। ওয়ানডের ৫০ বছরের ইতিহাসে অন্যতম সেরা স্ট্রাইক-রেট তার। অন্তত ৫০০ বল খেলেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে কেবল আন্দ্রে রাসেলের স্ট্রাইক-রেট (১৩০.২২) ম্যাক্সওয়েলের চেয়ে বেশি।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাত নম্বরে ব্যাট করেছেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় ওয়ানডে ছাড়া এই পজিশনে আলো ছড়িয়েছেন তিনি অস্ট্রেলিয়ার জেতা বাকি দুই ম্যাচেই। প্রথম ওয়ানডেতে ৫৯ বলে খেলেছেন ৭৭ রানের ঝড়ো ইনিংস। আর বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে ৯০ বলে করেন ১০৮। দুর্দান্ত এই পারফরম্যান্সে ম্যাচের সঙ্গে সিরিজসেরাও হয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
কাদিজকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
কাদিজকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ