X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘নতুন প্রস্তাবে’ বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় লঙ্কান বোর্ড

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:২২

‘নতুন প্রস্তাবে’ বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় লঙ্কান বোর্ড শোনা গিয়েছিল, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) নাকি দুই ভাগে ভাগ করে কোয়ারেন্টিনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। খবরটির সত্যতা নিশ্চিত হওয়া না গেলেও বিসিবি কিন্তু নিজেদের কাজ ঠিকঠাক করে যাচ্ছে। ২০ সেপ্টেম্বর থেকে হোটেলে চলছে খেলোয়াড়দের কোয়ারেন্টিন। তবে প্রশ্ন হলো, শ্রীলঙ্কা সরকার তাদের দেশে সাত দিনের কোয়ারেন্টিনে আসলেই কি রাজি? এই প্রশ্নের মধ্যেই আবার নতুন খবর। লঙ্কান বোর্ড নাকি গতকাল (বৃহস্পতিবার) নতুন প্রস্তাব পাঠিয়েছে, তারা এখন বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায়।

শ্রীলঙ্কান দৈনিক ডেইলি মিররের খবর, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এসে যাবে। যদিও যার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি খবরটি ছেপেছে, সেই সূত্রটি সিরিজ আয়োজনের পক্ষেই কথা বলেছেন। সূত্রের বিশ্বাস, নতুন প্রস্তাবে রাজি হয়ে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আসবে বাংলাদেশ দল।

১৪ দিনের কোয়ারেন্টিনের যে কড়া গাইডলাইন শুরুতে পাঠিয়েছিল এসএলসি, পরদিনই বিসিবি সেটি প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়ে দেয়, এই শর্তে তারা শ্রীলঙ্কায় যাবে না। বৃহস্পতিবার রাতে নাকি এসএলসি নতুন প্রস্তাব ও গাইডলাইন পাঠিয়েছে। এখন অপেক্ষায় আছে বাংলাদেশের সিদ্ধান্ত জানার।

এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত একটি সূত্র ডেইলি মিররকে জানিয়েছে, ‘আমরা চাই এই সিরিজটি হোক, কারণ এটার পরই আছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। বিশ্বের অনেক দেশের খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেবেন, আমরা তাই একটি দেশের (বাংলাদেশ) বিপক্ষে খেলে বিশ্বকে দেখাতে চাই কীভাবে আমরা সবকিছু আয়োজন করবো।’

নতুন প্রস্তাবে নাকি বিসিবির সম্মতি মিলেছে। তাই সিরিজ আয়োজনের বড় সম্ভাবনা দেখছে সূত্রটি, ‘আমাদের দেশ বাংলাদেশের চেয়ে নিরাপদ। তাদের খেলোয়াড়রা এই দেশে এসে নিরাপদে থাকবে। আমরা তাদের জবাবের অপেক্ষায় আছি। নতুন গাইডলাইনে দুই দেশ সম্মত হয়েছে, তাই আশা করছি সিরিজটি এগোবে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ