X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের নেতৃত্ব হারাচ্ছেন আজহার

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২০, ১৬:৩৩আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১৬:৩৪

আজহার আলী একবছর যেতে না যেতেই তার ওপর আস্থা হারিয়ে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের পারফরম্যান্স গ্রাফ যেমন নিচে নেমে গেছে, তেমনি ব্যক্তিগত পারফরম্যান্সও আলো হারিয়েছে। তাই পাকিস্তানের টেস্ট অধিনায়কের জায়গাটা আর ধরে রাখতে পারছেন না আজহার আলী। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর খবর, সামনের নিউজিল্যান্ড সফরে নতুন অধিনায়ক নিয়ে টেস্ট খেলতে যাবে পাকিস্তান।

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান। তার আগেই অধিনায়ক ঠিক করে ফেলতে চায় পিসিবি। তরুণ নেতৃত্ব খুঁজছে তারা। ক্রিকইনফোর খবর, সীমিত ওভারের বর্তমান অধিনায়ক বাবর আজম কিংবা উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের কাঁধে দেওয়া হতে পারে পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্ব।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটটি এও জানিয়েছে, ইতিমধ্যে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান দেখা করেছেন আজহারের সঙ্গে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী ১০ দিনের মধ্যে পিসিবি চেয়ারম্যান এহসান মানি দেখা করবেন এই ব্যাটসম্যানের সঙ্গে।

অবশ্য পিসিবির বড় দুই কর্তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন টেস্ট অধিনায়ক বদলের। প্রধান নির্বাহী ওয়াসিম খান এক টিভি চ্যানেলকে জানিয়েছিলেন, আগামী ১১ নভেম্বরের সভায় আজহারের ভবিষ্যৎ ঠিক করা হবে। এছাড়া মিসবাহ-উল-হকের ছেড়ে দেওয়া প্রধান নির্বাচদের পদে নতুন কাউকে খুঁজছে তারা।

গত বছরের অক্টোবরে সরফরাজ আহমেদকে সরিয়ে টেস্টের দায়িত্ব দেওয়া হয় আজহারকে। ১২ মাসের মাথায় নেতৃত্ব তার হুমকির মুখে। এই সময়ে আজহারের নেতৃত্বে পাকিস্তান ২-০ ব্যধানে হারে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ঘরের মাঠে শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে জিতলেও ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ হারতে হয় ১-০ ব্যবধানে।

তার জায়গায় অধিনায়ক হিসেবে বাবর পছন্দের তালিকায় রয়েছেন। ইতিমধ্যে তিনি সামলাচ্ছেন পাকিস্তানের সাদা বলের নেতৃত্ব। এছাড়া রিজওয়ানও আছেন তালিকায়। কেপিকের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ জয়ে নেতৃত্ব দিয়ে বরং এই উইকেটকিপার আজহারের জায়গায় বসার দৌড়ে একটু এগিয়েই রয়েছেন।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি