X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ভারতের বিপক্ষে হারের তিক্ততা ভুলতে চায় অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২০, ১৩:১২আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৩:১৪

ভারতের বিপক্ষে হারের তিক্ততা ভুলতে চায় অস্ট্রেলিয়া দুই বছর আগে ঘরের মাঠে ভারতের কাছে প্রথমবার টেস্ট সিরিজ হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। লজ্জায় ডোবা জাস্টিন ল্যাঙ্গারের দল ওই হারের প্রতিশোধ নিতে চায় এবার। বছরের শেষ দিকে ভারতের বিপক্ষে খেলবে তারা চার ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজ জিতে আগেরবারের তিক্ততা ভুলতে চায় স্বাগতিকরা।

২০১৮-১৯ মৌসুমে ভারতের কাছে প্রথমবার ঘরের মাঠের টেস্ট সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। অবশ্য সেবার পুরো শক্তির দল পাননি ল্যাঙ্গার। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি দলের দুই সেরা খেলোয়াড় স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারিতে একবছর নিষিদ্ধ হয়েছিলেন এই দুই খেলোয়াড়।

ওই হারের দুঃখ অস্ট্রেলিয়ান কোচ এখনও বয়ে বেড়াচ্ছেন। তাই ভারতকে সামনে পেয়ে হিসাবটা মিটিয়ে নিতে চান তিনি। পূর্ণ শক্তির দল থাকায় ল্যাঙ্গার এবার আশাবাদী। তাই আজ (শুক্রবার) এক সাংবাদিক ভারতকে হারানো সম্ভব কিনা, এমন প্রশ্ন করতেই সাবেক ওপেনার বললেন, ‘হ্যাঁ।’

বিরাট কোহলিদের হারিয়ে জ্বালা জুড়াতে চান ল্যাঙ্গার, ‘এখানে ভারত গতবার যখন এসেছিল, তখন আমাদের খেলোয়াড়দের সবারই তিক্ত স্বাদ নিতে হয়েছিল। এবার আমাদের দলে অনেক তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় আছে, যারা আগেরবার যা ঘটেছিল, সেটার জবাব দিতে বদ্ধপরিকর। হ্যাঁ, এবার আমাদের ভারতকে হারানোর মতো দল আছে।’

তবে কাজটা যে সহজ হবে না, সেটা জানা আছে ল্যাঙ্গারের। বিশেষ করে, কোহলির দুর্দান্ত নেতৃত্বে সমীহ তার, ‘ভারত দুর্দান্ত একটা দল, তাদের আছে দারুণ নেতৃত্ব। আমি অনেক অনেকবার বলেছি, কোহলির নেতৃত্বে আমি মুগ্ধ। আমি তার প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ পছন্দ করি। সুতরাং, ভারত সত্যিই ভীষণ কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে।’

অস্ট্রেলিয়া সফরে চার টেস্টের আগে ভারত খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। ২৭ নভেম্বর ওয়ানডে দিয়ে শুরু হবে লড়াই, আর ৪ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ
যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ
হোলি আর্টিজান হামলা: যেসব কারণে হাইকোর্টে আসামিদের সাজা কমলো
হোলি আর্টিজান হামলা: যেসব কারণে হাইকোর্টে আসামিদের সাজা কমলো
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের