X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

অবশেষে জিতলো ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ১৭:৫০আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৭:৫৮

মুশফিক ও ইয়াসিরের ব্যাটে নিশ্চিত হয় বেক্সিমকো ঢাকার জয় টানা তিন ম্যাচ হারের পর জয়ের দেখা পেলো বেক্সিমকো ঢাকা। আজ (বুধবার) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি  কাপে রবিউল ইসলামের ঘূর্ণিতে ৭ উইকেটে জিতেছে মুশফিকরা। ফরচুন বরিশালের দেওয়া ১০৯ রানের লক্ষ্য ৭ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে টপকে যায় ঢাকা। প্রতিযোগিতাটিতে এটাই ঢাকার প্রথম জয়।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকার লক্ষ্যটা সহজই ছিল। তবুও ১০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে পরিস্থিতি জটিল করে ফেলে টপ অর্ডার ব্যাটসম্যানরা। ২৩ রানে দুই ওপেনার রান আউটের শিকার হন। তাদের হারিয়ে বিপদে পড়তে যাচ্ছিল। সেই বিপদ থেকে অধিনায়ক মুশফিক দলকে রক্ষা করেন। তৃতীয় উইকেটে তানজিদ হাসানের সঙ্গে ৩১ রানের জুটি গড়েন মুশফিক। তানজিদ ২২ রানে ফিরে গেলে চতুর্থ উইকেটে ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন ঢাকার অধিনায়ক।

মুশফিক কিছুটা স্লো খেললেও ইয়াসির শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। ৩০ বলে ৩ চার ও ২ ছক্কায় ইয়াসির ৪৪ রানের ইনিংসটি সাজিয়েছেন। মুশফিক ৩৪ বলে ১ চারে অপরাজিত ২৩ রানের ইনিংস খেলেন।

দুই রান আউটের পর ঢাকার হারানো অন্য উইকেটটি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বরিশাল। স্পিনিং অলরাউন্ডার রবিউলের  ঘূর্ণিতে ভেঙে পড়ে বরিশালের ব্যাটিং লাইনআপ। অধিনায়ক তামিম ইকবাল ও তৌহিদ হৃদয় ছাড়া কেউই ভালো করতে পারেননি। ৩৩ বলে দুই চার ও ১ ছক্কায়  ৩৩ রান করেন তৌহিদ। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে তামিমের ব্যাট থেকে। ৩১ বলে ৩ চার ও ১ ছক্কায় তামিম করেন ৩১ রান। এই ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ৬ হাজার রান পূর্ণ করেন তামিম।

বরিশালের ব্যাটসম্যানের কঠিন সময় ‘উপহার’ দেওয়া রবিউল ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট। টপ অর্ডারের চার ব্যাটসম্যান- তামিম, সাইফ, পারভেজ ও আফিফ তার শিকার। শফিকুল ইসলাম ২টি এবং রুবেল হোসেন ও নাসুম আহমেদ একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি