X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

ক্যারিবীয়দের বিপক্ষে ‘বিশেষ জার্সি’ পরবেন সাকিব-তামিমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২১, ১৭:০৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৯:৫৯

নানা সময়ে নানা ডিজাইনের জার্সি পরে মাঠে নেমেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সাকিব-তামিমদের জার্সিতে কখনও স্বাধীনতা, কখনও সুন্দরবন, কখনও বা গর্জে ওঠো বাংলাদেশ- এমন সব থিম জায়গা পেয়েছে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তৈরি হচ্ছে বিশেষ জার্সি। যা পরে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামতে দেখা যাবে তামিম ইকবালদের।

কিছু দিন আগে নিজেদের নতুন জার্সি উন্মোচন করেছে অস্ট্রেলিয়া। যা ক্রিকেট বিশ্বে তুমুলভাবে সাড়া ফেলেছে। এমন অভিনব কিছু বাংলাদেশের বেলাতেও ঘটতে যাচ্ছে! ২০২১ সালে পালন হবে স্বাধীনতার ৫০ বছর। এছাড়া পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’। দুটি উপলক্ষকেই স্মরণীয় করে রাখতে তৈরি হচ্ছে বিশেষ আইকনিক জার্সি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেই ক্রিকেটারদের গায়ে দেখা যাবে লাল-সবুজের আঁচড়ে তৈরি জার্সিটি। জাতীয় পতাকাসহ এরমধ্যে ফুটিয়ে তোলা হবে মুক্তিযুদ্ধের গল্প। এমন জার্সির কথা গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আকরাম খান বলেছেন, ‘পুরো দেশবাসীর মতো আমাদের ক্রিকেট বোর্ড এবং প্লেয়াররা এটাতে (স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ) সম্পৃক্ত হতে যাচ্ছি। এটা আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ, যেহেতু এটা আমাদের স্বাধীনতার ৫০ বছর। সেটা উদযাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি’

ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে অনেক বেশি আবেগের জায়গা ধারণ করে আছে। ক্রিকেটারদের হারে বাঙালি যেমন কাঁদে, তেমনি জয়ে মাতোয়ারা হয় উৎসবে। এতে সবার আগে লাল-সবুজের রঙ ছড়ায় ক্রিকেটারদের জার্সি। সে কারণে আইকনিক এই জার্সিতে দেখা যাবে লাল ও সবুজ রঙেরই আধিক্য। শুধু তা-ই নয়, জার্সিতে জায়গা পাবে মুক্তিযুদ্ধসহ বিশেষ স্থাপনার প্রতিকৃতি। সাবেক অধিনায়ক আকরাম খান আরও জানালেন, ‘জার্সিটা কিন্তু আমাদের জাতীয় পতাকার মতো করেছি, সবুজ এবং লাল দিয়ে করা। এখানে অন্য কোন রঙ নেই। আমাদের পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে, সেটা ওখানে তুলে ধরেছি। মুক্তিযুদ্ধের পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছেন, সেটা তুলে ধরা হয়েছে। আমাদের যে স্মৃতিসৌধ আছে, আমরা ওটাও জার্সিতে তুলে ধরেছি।’

শুধু তা-ই নয়, সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর স্মারক হিসেবে বিশেষ মুদ্রাসহ নানা আয়োজনের কথা ভাবছে বিসিবি, ‘আমরা কিছু বিষয় আয়োজন করতে যাচ্ছি। সমস্যাটা হচ্ছে কোভিডের জন্য। আমাদের অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু পারছি না। এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার। তারপরও আমরা চেষ্টা করছি আরও কিছু করতে। মুদ্রা তৈরি করার চেষ্টা করছি। দেখি, আমরা চূড়ান্ত করবো, যেহেতু আমাদের হাতে সময় আছে।'

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লার এক দোকানে মিললো টিসিবির ১৪৪২ লিটার তেল
কুমিল্লার এক দোকানে মিললো টিসিবির ১৪৪২ লিটার তেল
স্বামীর দুর্নীতির টাকায় স্ত্রীর বিলাসী জীবন
স্বামীর দুর্নীতির টাকায় স্ত্রীর বিলাসী জীবন
‘বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে ঐকমত্য গঠনে’
‘বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে ঐকমত্য গঠনে’
সাংবাদিক নির্যাতন প্রশ্নে ৮৮ প্রবাসী সাংবাদিক-অধিকারকর্মীর বিবৃতি
সাংবাদিক নির্যাতন প্রশ্নে ৮৮ প্রবাসী সাংবাদিক-অধিকারকর্মীর বিবৃতি
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি