X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সাকিব-তামিমদের নতুন নির্বাচক আব্দুর রাজ্জাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২১, ২২:১৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২৩:০৫

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হলেন সাবেক স্পিন তারকা আব্দুর রাজ্জাক। মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমনদের সঙ্গে এখন থেকে দল নির্বাচনে ভূমিকা রাখবেন এই বাঁহাতি স্পিনার।

বুধবার বিসিবির নবম বোর্ড সভায় রাজ্জাককে নির্বাচক প্যানেলে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নির্বাচক হলেও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে এখনও অবসরে যাননি আব্দুর রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে যিনি উইকেট সংখ্যায় সবার ওপরে (৬৩৪)। ২০১৮ সালে ৪ বছরের বিরতির পর জাতীয় দলে ফিরে একটি টেস্ট খেলেছিলেন বাংলাদেশের অন্যতম সেরা বাঁহাতি এই স্পিনার। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সে ম্যাচের পর আর সুযোগ পাননি। এখন পর্যন্ত জাতীয় দল বা প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণাও দেননি।

নতুন দায়িত্ব পেয়ে এক প্রতিক্রিয়ায় রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, এখন কাজ করার সুযোগ এসেছে। সৎভাবে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করবো। যেহেতু নতুন দায়িত্ব পেয়েছি, পুরনো দায়িত্ব থেকে তো অব্যাহতি নিতেই হবে। দেখি, খুব শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো।’

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রাজ্জাক এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলেছেন ১৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি। প্রথম শ্রেণিতে ৬০০ উইকেট নেওয়া একমাত্র বাংলাদেশি বোলারও তিনি।

এছাড়াও বোর্ড মিটিংয়ে আরও কিছু সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। করোনার কারণে প্রথম শ্রেণির ক্রিকেটাররা খেলার মধ্যে না থাকলেও তাদের পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের চুক্তি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এদিকে ফেব্রুয়ারির মধ্যেই স্থানীয় ক্রিকেটারদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রোগ্রামের আওতায় আনার ব্যাপারেও নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। স্থানীয় ক্রিকেটাররা ভ্যাকসিন পেলেই শুরু হবে ঘরোয়া ক্রিকেট।

এর বাইরে মাঠ নিয়েও একটি সিদ্ধান্ত হয়েছে। ঢাকা শহরের লাগোয়া কোনও জায়গায় ক্রিকেট মাঠ ও অবকাঠামোর জন্য জমি কেনার অনুমোদন গ্রহণ করা হয়েছে। আর পূর্বাচলে নির্মিতব্য শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড সভায়।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
ব্যাংক চলাকালীন এনবিআরকে অভিযান চালাতে হবে: হাইকোর্ট
ব্যাংক চলাকালীন এনবিআরকে অভিযান চালাতে হবে: হাইকোর্ট
যেভাবে অ্যালোভেরা ব্যবহার করলে চুল মোলায়েম হবে
যেভাবে অ্যালোভেরা ব্যবহার করলে চুল মোলায়েম হবে
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?