X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

তামিম আশা দেখছেন, দেখাচ্ছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ২৩:১৪আপডেট : ০১ মার্চ ২০২১, ২৩:১৪

তিন সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডে ২৬ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে একটি ম্যাচেও জয় পায়নি লাল-সবুজ জার্সিধারীরা। নিরপেক্ষ ভেন্যু কিংবা নিজেদের মাঠে একাধিক জয় থাকলেও কিউই কন্ডিশনে শুধুই ব্যর্থতা। এবার নিউজিল্যান্ড কন্ডিশন জয় করে সেই আক্ষেপ দূর করে জয় পেতে মরিয়া বাংলাদেশ। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের আশা, নিউজিল্যান্ডে তার দল দারুণ কিছুই করবে।

সোমবার নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় তামিম বলেছেন, ‘অধিনায়ক হিসেবে এটা আমার প্রথম বিদেশ সফর। আমি খুব আশাবাদী। আমি নিশ্চিত, প্রথম ওয়ানডে শুরু হওয়ার আগে আমাদের যে অনুশীলন সেশন আছে, সেখানে আমরা দল হিসেবে তৈরি হতে পারবো। সত্যি কথা বলতে, দলের সবার সঙ্গে কথা বলে আমি যা অনুভব করেছি, সবাই ভালো করতে চায় বাংলাদেশ দলের জন্য।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দিচ্ছেন তামিম, ‘যেটা আমি সবসময়ই বলি, বাংলাদেশ দলের ওই সক্ষমতা সবসময়ই আছে। যদি আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি এবং সবাই মিলে একসঙ্গে ভালো পারফর্ম করতে পারি, তাহলে যেকোনও দলকে হারাতে পারি। এটা আমি বিশ্বাস করি, আমি নিশ্চিত দলের সবাই এটা বিশ্বাস করে। এবার নিউজিল্যান্ডে আমরা ভালো করার ব্যাপারে সবাই খুব আশাবাদী।’

৪ মার্চ থেকে অনুশীলন শুরু করার কথা বাংলাদেশের। দীর্ঘ বিরতির পর মানিয়ে নেওয়া কঠিন হবে না বলে মনে করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, ‘হ্যাঁ, হয়তো প্রথম একটা-দুইটা সেশন একটু কঠিন হবে। যেহেতু খুব মিনিমাম মুভমেন্ট ছিল আমাদের। তো একটা-দুইটা সেশনের পর আমার মনে হয় ঠিক হয়ে যাবে। পরশু (বুধবার) দিন থেকে হয়তো আমরা জিম সেশন শুরু করতে পারবো। জিম শুরু করলে শরীর স্বাভাবিক জায়গায় চলে আসবে। সমস্যা হবে না।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?