X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মাহমুদুল-শামীমের ব্যাটে জিতলো ইমার্জিং দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২১, ১৮:৪১আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৮:৪৯

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৬৩ রান করেছিল আয়ারল্যান্ড ‘এ’ দল। জবাবে মাহমুদুল হাসানের ৬৬ রানের পর শামীমের অপরাজিত ৫৩ রানে ৪৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ ইমার্জিং দল।

আইরিশ অলরাউন্ডার রুহান প্রিটোরিয়াস করোনা আক্রান্ত হওয়ার খবরে প্রথম ম্যাচে ৩০ ওভার পরই খেলা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ওয়ানডের আগে সবকিছু ঠিক থাকায় মাঠে গড়ায় ম্যাচটি। চারদিনের ম্যাচের মতো ৫০ ওভারের ক্রিকেটেও আধিপত্য বিস্তার করে জিতেছে বাংলাদেশ। দারুণ এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার একদিন পরই নেগেটিভ হন রুহান প্রিটোরিয়াস। তার পরেও দুর্দান্ত ব্যাটিং করলেন আজ। তার ব্যাটে ভর করেই ৭ উইকেটে ২৬৩ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড ‘এ’ দল। প্রিটোরিয়াস ১২৫ বল খেলে ৯ চার ও এক ছয়ে ৯০ রানের ইনিংস উপহার দিয়েছেন। এছাড়া স্টিফেন ডোহেনি ৩৭ ও অধিনায়ক হ্যারি টেক্টরের ব্যাট থেকে আসে ৩১ রান।

বাংলাদেশ দলের বোলারদের মধ্যে সুমন খান ও রাকিবুল হাসান দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া মুকিদুল ইসলাম ও শফিকুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।

জবাবে দুই তরুণ ব্যাটসম্যান শামীম ও মাহমুদুলের ব্যাটিংয়েই জয় পায় স্বাগতিকরা। ২৬৪ রানের লক্ষ্যে দেখে-শুনে ব্যাট শুরু করেছিল বাংলাদেশ। ৭৯ রানে দুই উইকেট হারানোর পর আসল কাজটা করেন মাহমুদুল হাসান। তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়ে দলের স্কোর নিয়ে যান ১৫৬ রানে। যদিও ব্যক্তিগত ৬৬ রানে থামতে বাধ্য হন মাহমুদুল। ৯৫ বলে ৫ চারে তিনি নিজের ইনিংসটি সাজিয়েছেন। ডানহাতি এই ব্যাটসম্যানের ইনিংসের পর তাণ্ডব শুরু করেন শামীম। ৩৯ বলে ৩ চার ও ২ ছক্কায় শামীমের ৫৩ রানেই জয়ের বন্দরে নোঙর ফেলে ইমার্জিং দল।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
রোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
ইউরোপা লিগরোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী