X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ দলের সঙ্গী এবার দারাজ, থাকবে তিন বছর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২১, ১৬:২৬আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৬:৩২

২০১৯ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের স্থায়ী কোনও স্পন্সর নেই বাংলাদেশ ক্রিকেট দলের। গত বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের স্পন্সর ছিল মাল্টিন্যাশনাল কোম্পানি ইউনিলিভার। এরপর থেকে অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। অবশেষে আগামী তিন বছরের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম ‘দারাজ’ জাতীয় দলের টিম স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে।

করোনাকালে জাতীয় দলের স্পন্সর পেতেও বেশ সংগ্রাম করতে হয়েছে বিসিবিকে। দীর্ঘমেয়াদী স্পন্সরশিপ পেতে গত মার্চে দরপত্র আহ্বান করেছিল বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। গত ১ এপ্রিল ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। তাতে যথেষ্ট সাড়া পেয়েছে বিসিবি। আজ (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী তিন বছরের জন্য বাংলাদেশের টিম স্পন্সর হিসেবে দারাজের সঙ্গে চুক্তি করেছে তারা। অবশ্য চুক্তির অঙ্কটা জানায়নি বিসিবি।

৭ এপ্রিল ২০২১ থেকে ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত জাতীয় দলের স্পন্সরশিপের দায়িত্ব পালন করবে দারাজ। স্পন্সরশিপের আওতায় থাকবে জাতীয় পুরুষ-নারী দল, জাতীয় ‘এ’ পুরুষ-নারী দল ও অনূর্ধ্ব-১৯ পুরুষ-নারী দল। পাশাপাশি দারাজের সহযোগী প্রতিষ্ঠান অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস ‘হাংরিনাকি’ মেয়েদের কিট স্পন্সরের স্বত্ব পেয়েছে।

বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই দারাজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট হয়ে উঠেছে এবং সর্বাধিক জনপ্রিয়। দারাজ লক্ষ লক্ষ মানুষের দোরগোড়ায় গ্রাহক সেবা সরবরাহ করেছে, বিশেষত কোভিড-১৯ মহামারীর চ্যালেঞ্জপূর্ণ সময়ে, এটি খুবই প্রশংসনীয়। বিসিবি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠানের সঙ্গে জুটি বাঁধতে পেরে আনন্দিত। আমি দারাজকে এগিয়ে আসার জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাই।’

দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেছেন, ‘এটি আমাদের জন্য একটি শুভ মুহূর্ত। দেশের জন্য যে কোনও কিছু করতে পেরে আমরা আনন্দিত হই। জাতীয় ক্রিকেট দলকে স্পন্সর করে আমরা গর্বিত। আগামী বছরগুলোতেও অনেক অর্জন উদযাপনের অপেক্ষায় রয়েছি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
ম্যানসিটির ওপর চাপ ধরে রাখলো আর্সেনাল
ম্যানসিটির ওপর চাপ ধরে রাখলো আর্সেনাল
এবার এক লাফে স্বর্ণের ভরিতে বাড়লো ৬ হাজার টাকার বেশি
এবার এক লাফে স্বর্ণের ভরিতে বাড়লো ৬ হাজার টাকার বেশি
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ