X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

তামিমকে সরিয়ে সিংহাসন দখলে নিলেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ১২:৪১আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১২:৪১

টেস্টের সর্বোচ্চ রানের রেকর্ডে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের দ্বৈরথ চলছে বেশ কিছুদিন ধরে। এক সিরিজে মুশফিকের সর্বোচ্চ টেস্ট রান তো পরের সিরিজে তামিম সর্বোচ্চ। এমনকি এক ইনিংসেও একে অন্যকে টপকাতে দেখা গেছে। বুধবার পাল্লেকেলেতে মুশফিককে সরিয়ে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ডটা দখলে নেন তামিম। তবে একদিনের ব্যবধানে তামিমকে সরিয়ে আবার সিংহাসন ফিরে পেয়েছেন মুশফিক।

কালই (বৃহস্পতিবার) এই রেকর্ড পুনরুদ্ধার করতে পারতেন মুশফিক। আলোর স্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগে শেষ হয়ে যাওয়া কিছুটা বিলম্ব হলেও জায়গা ঠিকই ফিরে পেয়েছে তিনি। প্রথম ইনিংসে হার না মানা ৬৮ রানের ইনিংস খেলার পথে সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজের করে নিয়েছেন মুশফিক।

গত দেড় বছরে পাঁচবার মুশফিক-তামিমের মধ্যে টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষস্থান বদল হয়েছে।  বুধবার ৯০ রানের ইনিংস খেলার পথে মুশফিককে পেছনে ফেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেন তামিম। বাংলাদেশের সফলতম ওপেনার থেকে ৬১ রান দূরে ছিলেন মুশফিক। তামিমের সংগ্রহ এখন ৪ হাজার ৫৯৮ রান। তাকে টপকে রেকর্ডটি আবার নিজের করে নিয়েছেন মুশফিক।

ক্যারিয়ারসেরা ১৬৯ রানের ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত ফিরে যাওয়ার পর মাঠে নামেন মুশফিক।  তামিমের চেয়ে ৬১ রান পেছনে থেকে শুরু করা এই ব্যাটসম্যান সাবলীল ব্যাটিংয়ে পেয়েছেন হাফসেঞ্চুরি। টেস্ট ব্যাটিং বলতে যা বোঝায়, মুশফিকের ব্যাটে সেটিই ফুটে উঠেছে। আলোর স্বল্পতায় বৃহস্পতিবার ৪৩ রান নিয়ে ড্রেসিং রুমে ফিরেছিলেন তিনি। তাতে শুক্রবার সকালে তামিমের রেকর্ড থেকে ১৮ রান দূরে থেকে মাঠে নামেন। ভানিন্দু হাসারাঙ্গার বলে নিজের প্রিয় শট স্লগ সুইপে বাউন্ডারি হাঁকিয়ে তামিমকে পেছনে ফেলেন মুশফিক। তার রান এখন ৪ হাজার ৬০৫।

শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডি টেস্টের আগে চার দফা একে অন্যকে পেছনে ফেলেছেন তারা। জিম্বাবুয়ের বিপক্ষে তামিমকে টপকে শীর্ষে ওঠেন মুশফিক। এ বছরের ৩ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুশফিককে পেছনে ফেলে শীর্ষে উঠে আসেন তামিম। একই দিন তামিমকে পেছনে ফেলে আবারও শীর্ষস্থান পূনরুদ্ধার করেন মুশফিক। বুধবার আবার জায়গাটার দখল নেন তামিম। অল্প সময়ের ব্যবধানে যার মালিক এখন আবার মুশফিক।

ডানহাতি ব্যাটসম্যান পেয়েছেন ক্যারিয়ারের ২৩তম হাফসেঞ্চুরির দেখা। শ্রীলঙ্কার বিপক্ষে এটি তার সপ্তম হাফসেঞ্চুরি। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিও পেয়েছিলেন এই শ্রীলঙ্কার বিপক্ষেই। ২০১৩ সালে গল টেস্টে বাংলাদেশের হয়ে সর্বপ্রথম এই কীর্তি গড়েন তিনি। ভারত ও জিম্বাবুয়ের পর মুশফিকের প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অন্তত ব্যাটিং গড় সেটিই বলছে। লঙ্কানদের বিপক্ষে ১৪ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৭ হাফসেঞ্চুরিতে ৪৭.৬৯ গড়ে ৯৫৩ রান তার।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস