X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ নিয়ে কী ভাবছেন সৌম্য?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২১, ২০:৫৬আপডেট : ০৫ মে ২০২১, ২১:০৮

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচেই প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। এমন অস্বস্তির মাঝেই তামিম-মুশফিকদের সামনে আরেকটি সিরিজ। আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে তারা। কারণ আগামী বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে থাকতে হবে সেরা আটে। সর্বশেষ সিরিজে কিউইদের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ায় লঙ্কানদের বিপক্ষে সিরিজটি তাই খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন এই সিরিজ নিয়েই ভাবনার কথা জানিয়েছেন সৌম্য সরকার।

বুধবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন আগ্রাসী এই ব্যাটসম্যান। সিরিজে সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে বাঁহাতি এই ব্যাটসম্যানও টানলেন সর্বশেষ ওয়ানডে সিরিজের কথা। সে কারণেই লঙ্কানদের বিপক্ষে সিরিজটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন তিনি, ‘বাংলাদেশের জন্য যে কোনও ম্যাচই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডে ওয়ানডেতে আমরা ব্যর্থ হয়েছি। তবে সেসব নিয়ে এখন চিন্তা করে লাভ নেই। সামনের দিকে চিন্তা করাটাই ভালো। সবাই অবশ্য এখান থেকে ভুলগুলো শোধরানোর চেষ্টা করছি। আমাদের হোমের সিরিজটা হোমেই থেকে যাবে, তাই আশাবাদী সব খেলোয়াড় হোম সিরিজে ভালো খেলবে।’

শ্রীলঙ্কায় প্রথম টেস্টের ব্যাটিং এবং দুই টেস্টেই বোলাররা ছিলেন উজ্জ্বল। বিশেষ করে পেস বোলিং বিভাগ। এর ওপর ওয়ানডে সুপার লিগ টেবিলে শ্রীলঙ্কা তিন ম্যাচে কোনও পয়েন্ট পায়নি। তারা টেবিলের তলানিতে রয়েছে ১২ নম্বরে।  আর ৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। সে কারণেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস রয়েছে সৌম্যর, ‘শ্রীলঙ্কায় অনেকের ব্যাটিং খুব ভালো হয়েছে। পাশাপাশি বোলিংটাও ভালো ছিল। আমরা বোলিং-ব্যাটিংয়ে শতভাগ দিতে পারলে ম্যাচ জিততে পারবো।’

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরের দল থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। এছাড়া আইপিএলের কারণেও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে ছিলেন না। তার মতো মোস্তাফিজও শ্রীলঙ্কা টেস্ট বাদ দিয়ে বেছে নেন আইপিএল। অবশেষে তারা দু’জনই ফিরছেন ওয়ানডে দলে। এখন তাদের ফেরাতে দল আরও শক্তিশালী হবে বলে মনে করেন সৌম্য, ‘সাকিব ভাই খেললে সব সময় দুইটা সাইড পাওয়া যায়, তো এটা অবশ্যই টিমের জন্য অনেক বড় একটা পাওয়া। মোস্তাফিজকে আমরা দেখেছি আইপিএলে অনেক ভালো বল করছে। তারা দু’জন ফিরলে দলের জন্যই ভালো হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ