X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

এক বলেই শেষ ইংল্যান্ড, কিউইরা জিতলো ৮ উইকেটে

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২১, ২০:০৩আপডেট : ১৩ জুন ২০২১, ২০:০৩

এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষেই জয় দেখছিল নিউজিল্যান্ড। চতুর্থ দিনে ৯ উইকেটে ১২২ রান নিয়ে মাঠে নেমেছিল ইংল্যান্ড। তবে এক বলের বেশি টিকতে পারেনি স্বাগতিকরা। রুটরা ১২২ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হলেও জয়ের জন্য নিউজিল্যান্ড পায় ৩৮ রানের লক্ষ্য। সেই রান তাড়া করতে নেমে প্রথম ঘণ্টাতেই ৮ উইকেটের জয় তুলে নিয়েছে কিউইরা। এর ফলে প্রথম টেস্ট ড্র হওয়ায় সিরিজও জিতেছে নিউজিল্যান্ড। 

৩৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৬ রানে ডেভন কনওয়েকে হারায় নিউজিল্যান্ড। এরপর দ্রুত বিদায় নেন প্রথম ইনিংসে ৮২ রানের ইনিংস খেলা উইল ইয়াং। ততোক্ষণে অবশ্য জয়ের খুব কাছে পৌঁছে যায় সফরকারীরা। মার্ক উডের পঞ্চম ওভারে চার মেরে জয় নিশ্চিত করেন ওপেনার টম ল্যাথাম (২৩)। স্টুয়ার্ট ব্রড ও ওলি স্টোন একটি করে উইকেট নিয়েছেন।

প্রথম ইনিংসে স্বাগতিকদের ৩০৩ রানে অলআউট করার পর নিউজিল্যান্ড দ্বিতীয় দিন শেষ করেছিল ৭৪ রানে পিছিয়ে থেকে। শনিবার তৃতীয় দিনের চা বিরতির একটু আগে অলআউট হয় কিউইরা। লিড পায় ৮৫ রানের। ডেভন কনওয়ে (৮০), উইল ইয়াং (৮২) ও রস টেলরের (৮০) হাফসেঞ্চুরি ছাড়ানো ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩৮৮ রান করে নিউজিল্যান্ড।

ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন স্টুয়ার্ট ব্রড। ৪৮ রানে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন মার্ক উড ও ওলি স্টোন।

৮৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্যাটিং বিপর্যয়েই পড়ে যায় স্বাগতিকরা। নিল ওয়াগনার ও ম্যাট হেনরির তোপে ৪১ ওভারে ৯ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ১২২। রবিবার চতুর্থ দিনে আরও কোন রান যোগ করতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ইংলিশদের সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন মার্ক উড (২৯)। এছাড়া ওলি পোপ খেলেন ২৩ রানের ইনিংস। সবমিলিয়ে সফরকারীদের ৩৮ রানের লক্ষ্য বেঁধে দিতে পারে স্বাগতিকরা।

নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার ছিলেন নিল ওয়াগনার। ১৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ম্যাট হেনরি ৩৬ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। আর ২ উইকেট করে নিয়েছেন ট্রেন্ট বোল্ট ও এজাজ প্যাটেল।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা