X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

আম্পায়ারিং প্রশ্নে প্রযুক্তির ব্যবহার চান দুর্জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২১, ২০:৪৩আপডেট : ১৩ জুন ২০২১, ২০:৪৫

প্রিমিয়ার লিগে অক্রিকেটীয় আচরণে তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকার আর্থিক জরিমানার শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান। তারপরও ‘আসল’ ঘটনা জানতে বিসিবি সভাপতি নাজমুল হাসান তদন্ত কমিটি গঠন করতে বলেছেন। আগামী বুধবার বিসিবির বোর্ড সভাতে এই তদন্ত কমিটি সাকিব কাণ্ডের ‘আসল’ ঘটনা প্রকাশ করবে। তবে যে আম্পায়ারিংয়ের কারণে ঘটনার সূত্রপাত, সে বিষয়ে রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কথা বলেছেন ওই কমিটির সদস্য নাঈমুর রহমান দুর্জয়। তিনি বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটের মতো ঘরোয়া ক্রিকেটও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।

প্রায়ই অভিযোগ উঠে ক্লাব ক্রিকেটে বড় দলগুলো অনৈতিক সুবিধা পায়। যেমনটি হয়েছে দাবি করা হচ্ছে, মোহামেডান-আবাহনী ম্যাচে। ম্যাচের পঞ্চম ওভারে মুশফিকুর রহিমের বিপক্ষে আবেদন করেছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার ইমরান পারভেজ রিপন তাতে সাড়া দেননি। এসব ক্ষেত্রে এর সমাধান কী? এমন প্রশ্নের জবাবে নাঈমুর রহমান বলেছেন, ‘আসলে এই বিষয়গুলো অনেক আগে থেকেই ছিল। আন্তর্জাতিক ক্রিকেটেও ছোট দল-বড় দলের বৈষম্য দেখা গেছে। এখন ডিআরএসের কারণে অনেকটা স্বচ্ছতা আছে। আমাদেরও ঘরোয়া ক্রিকেটে এই প্রযুক্তিগুলো যুক্ত করতে হবে। তাহলেই হয়তো এই সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে।’

ঐতিহ্যগত ভাবে বড়দলগুলো যে সুযোগ পেয়ে থাকে। সেটি স্বীকারও করে নিয়েছেন বিসিবির এই পরিচালক, ‘একটা সময় ছিল বড় দলগুলি সুবিধা পেত। আমি ব্যক্তিগতভাবে আবাহনী, মোহামেডান, বিমানের মতো দলের বিপক্ষে খেলেছি। সেখানে আমাদের একজন ব্যাটসম্যানকে দুই-তিনবার আউট দিত। কিন্তু সেই সময়টা তো এখন নাই, এখন প্রযুক্তি আসছে। সেই জিনিসগুলোকে যদি আমরা গ্রহণ করি, তবে এমন কিছু আর থাকবে না।’

বড় দলের বিপক্ষে একই আম্পায়ার কেন? এর জবাবে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক জানালেন, ‘আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কাজ শুরু করবো আমরা। কাজ শুরু করলে এইরকম যত অভিযোগই আসবে, সেসব নিয়ে জানতে পারবো। তাছাড়া আমরা এটাও দেখবো যে, কারা কোন আম্পায়ারকে কোন ম্যাচে রাখছে, এটা আম্পায়ার্স কমিটি ঠিক করে। আমরা বিষয়টি অবশ্যই দেখবো।’

আগামী বুধবার বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। তদন্ত কমিটি ওই সভাতেই সাকিব কাণ্ড নিয়ে তাদের রিপোর্ট পেশ করবে। এ প্রসঙ্গে নাঈমুর জানালেন, ‘আমরা কাজ শুরু করি। এরপর সময় লাগলে বোর্ড প্রেসিডেন্টের কাছে আরও সময় চেয়ে নিবো। এখন তো ক্রিকেটের সিস্টেমেই চালু আছে যে ম্যাচ শেষে অধিনায়ক বা টিম ম্যানেজমেন্ট আম্পায়ারিংয়ের ওপর রিপোর্ট দেবে। এখন হয়ত তদন্তে সেই রিপোর্টগুলো বের হয়ে আসবে। আমরা সেই রিপোর্টগুলোও খতিয়ে দেখবো। ’

শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার আগে বিসিবি সভাপতির সঙ্গেও জরুরি মিটিংয়ে বসেছিলেন সংস্থাটির দুই পরিচালক কাজী ইনাম আহমেদ, যিনি সিসিডিএমের চেয়ারম্যানও ও জালাল ইউনুস। সেখানেই বিসিবি সভাপতি সাকিব কাণ্ডের ‘আসল ঘটনা’ জানতে চেয়েছেন। আর সেটি জানতেই ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আছেন-সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবির দুই পরিচালক নাঈমুর রহমান দুর্জয় ও শেখ সোহেল এবং পঞ্চমজন হচ্ছেন চিফ ম্যাচ রেফারি রকিবুল হাসান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
ট্রাম্পের সঙ্গে সর্বশেষ ফোনালাপকে সবচেয়ে ফলপ্রসূ বললেন জেলেনস্কি
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল