X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ভারতের লিড, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভাগ্যে কী আছে?

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২১, ০১:৩৫আপডেট : ২৩ জুন ২০২১, ০১:৩৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ৫ দিনের দুই দিনই বৃষ্টির পেটে গেছে। বাকি তিন দিনের দুদিন আবার আলোক স্বল্পতায় সব সেশনের খেলাও হয়নি। সবমিলিয়ে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল উত্তেজনায় আক্ষরিক অর্থেই জল ঢেলে দিয়েছে বৃষ্টি। মঙ্গলবার পঞ্চম দিন শেষে ৩২ রানের লিড নিয়েছে ভারত। রিজার্ভ ডে থাকায় আরেকটি দিন পাচ্ছে দুই দল। কিন্তু বুধবার তিন সেশনে কী ফল আসবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের? নাকি ভারত-নিউজিল্যান্ড ফাইনাল নিষ্প্রাণ ড্রয়েই নিষ্পত্তি হবে?

প্রথম ইনিংসে ভারতকে ২১৭ রানে গুটিয়ে দিয়ে খুব বেশি লিড নিতে পারেনি নিউজিল্যান্ড। মোহাম্মদ শামি ও ইশান্ত শর্মার বোলিংয়ে ২৪৯ রানে থামতে হয়েছে কিউইদের। তাতে করে নিউজিল্যান্ডে লিড দাঁড়ায় ৩২ রানের। ৩২ রানে পিছিয়ে থেকে ভারতও পঞ্চম দিন শেষ করেছে ২ উইকেট ৬৪ রান তুলে। আর তাতে ভারতেরও লিড দাঁড়িয়েছে ৩২ রানের।

 নিউজিল্যান্ডের করা ২৪৯ রানের জবাবে ভারতীয় দুই ওপেনার শুবমান গিল ও রোহিত শর্মা ১০ ওভার পর্যন্ত নিউজিল্যান্ডের বোলারদের কোনও সুযোগ দেননি। ১১তম ওভারে টিম সাউদির বলে শুবমান গিল (৮) এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। সঙ্গীকে হারিয়ে রোহিত অবশ্য চেতশ্বর পূজারার সঙ্গে সাবলিল ব্যাটিং করছিলেন। যদিও শেষ পর্যন্ত ৮১ বলে ৩০ রান করে সাউদির বলেই এলবিডব্লিউর শিকার হন তিনি। দিনের বাকি সময়টা বিরাট কোহলি (৮) ও  চেতশ্বর পূজারা (১২) অপরাজিত থেকে শেষ করেন।

১০১ রানে ২ উইকেট হারিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। ১৬টি রান যোগ হতেই  সাজঘরে ফেরেন রস টেলর (১১)। উইলিয়ামসনও বেশি দূর যেতে পারেননি। ইশান্ত শর্মার শিকার হন তিনি। ১৭৭ বলে ৪৯ রান করে বিরাট কোহলিকে ক্যাচ দিয়ে বিদায় নেন কিউই অধিনায়ক। শেষ দিকে কাইল জেমিসন (২১) ও টিম সাউদি (৩০) রানে কোনওরকমে লিড নিতে পারে কিউইরা। বোলিংয়ে ভালো করার পর জেমিসন ব্যাটিংয়ে ভুমিকা রেখেছেন। এই দুই জনের দৃঢ়তায় মূলত নিউজিল্যান্ড স্কোরবোর্ডে ২৪৯ রান যোগ করতে পারে।

মোহাম্মদ শামি ৭৬ রানে চারটি উইকেট নিয়েছেন। এছাড়া ইশান্ত শর্মা তিনটি ও রবিচন্দন অশ্বিন দুটি উইকেট নিয়েছেন।

 

  

 /আরআই/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের