X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মুলতান পিএসএলের ‘সুলতান’

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২১, ১২:১৭আপডেট : ২৫ জুন ২০২১, ১২:১৭

করোনাভাইরাসে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বন্ধ হয়ে যাওয়ার আগে যে দলটির পাঁচ খেলায় মাত্র একটিতে ছিল জয়, সেই মুলতান সুলতানসই জিতলো শিরোপা। ঘুরে দাঁড়িয়ে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ২০২১ সালের পিএসএল শিরোপা ঘরে তুলেছে ফ্র্যাঞ্চাইজিটি। বৃহস্পতিবার রাতের ফাইনালে পেশাওয়ার জালমিকে ৪৭ রানে হারিয়ে জিতেছে টুর্নামেন্টটির প্রথম ট্রফি।

আবুধাবির ফাইনালে শোয়েব মাসুদ ও রাইলি রোসোর হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মুলতান। ফাইনালে এমনিতেই চাপ থাকে বেশি, তার ওপর এত বড় লক্ষ্য। পেশাওয়ার পারেওনি। ৯ উইকেটে ১৫৯ রানে থেমে যায় ওয়াহাব রিয়াজরা। তাতে বড় ব্যবধানের জয়ে শিরোপা উৎসব করা মুলতানই পিএসএলের ‘সুলতান’।

করোনায় খেলা বন্ধ হওয়ার আগে পাঁচ ম্যাচের চারটিতে হেরেছিল মুলতান। সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় পর্ব তাদের শুরু করতে হয়েছিল পয়েন্ট টেবিলের পাঁচে থেকে। সেই তারাই পরের পাঁচ খেলার চারটিতে জিতে দ্বিতীয় স্থানে থেকে শেষ করে লিগ পর্ব। এরপর প্রথম কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেওয়া এবং সবশেষে শিরোপা উদযাপন।

ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালায় মুলতান। উদ্বোধনী জুটিতে ৬৮ রান পায় শান মাসুদ (৩৭) ও মোহাম্মদ রিজওয়ানের (৩০) ব্যাট থেকে। তাদের ব্যাটিং কিছুটা ধীরগতির হলেও সেটা পুষিয়ে দিয়েছেন শোয়েব ও রোসো। ঝড়ো ব্যাটিংয়ে ৩৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন শোয়েব। আর রোসো মাত্র ২১ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় খেলেন ৫০ রানের টর্নেডো ইনিংস। আর শেষ দিকে খুশদিল শাহের ৫ বলে ১৫* রানে ২০০ ছাড়ায় মুলতানের স্কোর।

পেশাওয়ারের সামিন গুল ও মোহাম্মদ ইমরান নিয়েছেন ২টি করে উইকেট।

কঠিন লক্ষ্যে খেলতে নেমে জয়ের সম্ভাবনা শুরুতেই শেষ হয়ে যায় পেশাওয়ারের ৫৮ রানে ৩ উইকেট হারিয়ে। কামরান আকমল ২৮ বলে ৩৬ রান করেছেন। শোয়েব মালিক ২৮ বলে ৩ চার ও ৩ ছয়ে ৪৮ রান করলেও সেটা যথেষ্ট ছিল না।

শিরোপা জেতার পথে মুলতানের ইমরান তাহির ৩৩ রান দিয়ে নেন ৩ উইকেট। আর ২টি করে উইকেটে পেয়েছেন ইমরান খান ও ব্লেসিং মুজারাবানি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছিন্ন শেকড়ের আত্মগাথা
ছিন্ন শেকড়ের আত্মগাথা
সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে: শামসুজ্জামান দুদু
সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে: শামসুজ্জামান দুদু
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি তুহিন
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি তুহিন
কুমিল্লায় বাস ও ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত
কুমিল্লায় বাস ও ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার