X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উদানার আচমকা অবসর

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২১, ২১:০৩আপডেট : ৩১ জুলাই ২০২১, ২১:০৩

দুই দিন আগে শেষ হওয়া ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলেছেন ইসুরু উদানা। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি না খেললেও আগের দুই ম্যাচে মাঠে নেমেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ওই সিরিজের রেশ না কাটতেই আচমকা অবসরের ঘোষণা দিলেন উদানা। জানিয়ে দিয়েছেন, শ্রীলঙ্কার জার্সিতে আর খেলবেন না তিনি।

ভারতের বিপক্ষে কলম্বোর দ্বিতীয় টি-টোয়েন্টি, যেটি জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল শ্রীলঙ্কা। ওই ম্যাচটিই হয়ে থাকলো উদানার শেষ আন্তর্জাতিক ম্যাচ। সাদা বলের ক্রিকেটে লঙ্কানদের নিয়মিত মুখ হয়ে ওঠা, বিশেষ করে কুড়ি ওভার ক্রিকেটে তার বুদ্ধিদীপ্ত বোলিং ছিল শ্রীলঙ্কার অন্যতম অস্ত্র। অথচ ‍টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন উদানা।

তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় খেলা চালিয়ে যাবেন তিনি। নতুন জার্নির শুরুতে আগস্টে খেলবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে উদানা লিখেছেন, ‘অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, সবসময় ক্রিকেট আমার সবচেয়ে বড় ভালোবাসার জায়গা। আমি সবসময় মাঠ ও মাঠের বাইরে শতভাগ উজাড় করে দিয়েছি। আমি বিশ্বাস করি, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সময় এসেছে আমার। সময় এসেছে আগামী প্রজন্মের খেলোয়াড়দের জন্য জায়গা ছেড়ে দেওয়ার।’

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হলেও উদানা শ্রীলঙ্কা দলে নিয়মিত হয়েছেন ২০১৭ সাল থেকে। ২১ ওয়ানডেতে ১৮ উইকেটের পাশাপাশি করেছেন ২৩৭ রান। আর টি-টোয়েন্টিতে খেলা ৩৫ ম্যাচে তার উইকেট সংখ্যা ২৭। ব্যাটিংয়ে আছে ২৫৬ রান, যেখানে আছে একটি হাফসেঞ্চুরিও। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৮ বলে খেলেছিলেন হার না মানা ৮৪ রানের ইনিংস।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!