X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে হারানো, বড় সুযোগ বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২১, ১৮:৪৪আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৮:৪৭

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। একে নিজেদের মাঠে খেলা, তার ওপর অস্ট্রেলিয়ার মূল খেলোয়াড়দের অনেকে নেই। সব মিলিয়ে বাংলাদেশের সামনে সিরিজ জেতার দারুণ সুযোগ। মাহমুদউল্লাহও সুযোগ দেখছেন। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেই কাজটি করতে পারলে মনোবল বেড়ে যাবে কয়েকগুণ। আজ (সোমবার) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি টি-টোয়েন্টি সংস্কারণটাই এমন র‌্যাঙ্কিংয়ের যত ওপরের দলই হোক না কেন, নির্দিষ্ট দিনে ভালো খেললে যে কাউকে হারানো যায়। হ্যাঁ, অবশ্যই ওদের (অস্ট্রেলিয়া) গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটার আসেনি। একইভাবে আমরাও গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় মিস করছি।’

সঙ্গে যোগ করলেন, ‘লিটন, তামিম, মুশফিককে মিস করছি। তবে আমাদের দলের জন্য এটা বড় একটা সুযোগ। প্রতিটি খেলোয়াড়ের জন্যও সুযোগ নিজেদের সামর্থ্য দেখানোর। আমি সবসময় বিশ্বাস করি যে, ঘরের মাটিতে আমরা বেশ ভালো একটা দল। আমরা চেষ্টা করবো যেন আরও একবার সেটা প্রমাণ করতে পারি।’

টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স তলানিতে। ফলাফলের রেকর্ডও হতশ্রী। ৩২ সিরিজে জিতেছে মাত্র সাতটি। ড্র ছয়টি, হেরেছে বাকি ১৯টি। এমন পরিসংখ্যান সামনে রেখেও ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারানোর এটাই সেরা সুযোগ কিনা, এমন প্রশ্নে মাহমুদউল্লাহর উত্তর, ‘সেরা সুযোগ কিনা, সেটা এ মুহূর্তে বলাটা কঠিন। কারণ তারা খুব ভালো একটি দল। ভালো ক্রিকেট খেলেই ওদেরকে হারাতে হবে। গুরুত্বপূর্ণ হলো আমরা আামাদের স্কিলগুলো কত ভালোভাবে ম্যাচের দিন প্রয়োগ করতে পারি। ম্যাচের কন্ডিশন ও পরিস্থিতি অনুযায়ী আমরা নিজেদের কতটা অ্যাপলাই করতে পারি। ওই জিনিসগুলোর ওপরও অনেক কিছু নির্ভর করে।’

মাহমুদউল্লাহ আরও বলেছেন, ‘আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে। আলহামদুলিল্লাহ আমরা জিম্বাবুয়েতে পুরো সিরিজ জুড়ে ভালো ক্রিকেট খেলেছি। আমাদের আত্মবিশ্বাসও আছে। আমরা অপেক্ষায় আছি যেন আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি।’

টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচের সিরিজ খুব একটা হয় না। বাংলাদেশ এই প্রথম এই ফরম্যাটে এতো ম্যাচ একসঙ্গে খেলার সুযোগ পেলো, তাও আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মনে করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে পারলে বিশ্বকাপের আগে তাদের মনোবল বাড়বে, ‘বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, এটা বড় সুযোগ স্কিল দেখানোর। এই সিরিজটি জিততে পারলে আমাদের মনোবল আরও বাড়িয়ে দেবে। অন্যতম সেরা দলকে হারাতে সেরা ক্রিকেটটাই খেলতে হবে প্রথম বল থেকে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
ব্যাংক চলাকালীন এনবিআরকে অভিযান চালাতে হবে: হাইকোর্ট
ব্যাংক চলাকালীন এনবিআরকে অভিযান চালাতে হবে: হাইকোর্ট
যেভাবে অ্যালোভেরা ব্যবহার করলে চুল মোলায়েম হবে
যেভাবে অ্যালোভেরা ব্যবহার করলে চুল মোলায়েম হবে
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?