X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

রমিজ রাজা দায়িত্ব পেতেই পাকিস্তান ক্রিকেটে ‘চমক’

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:০১

তিন বছরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদে বসেছেন রমিজ রাজা। দায়িত্ব পাওয়ার পরপরই চমক উপহার দিলেন সাবেক এই ক্রিকেটার। ‍সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কোচিং স্টাফে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ম্যাথু হেইডেন ও দক্ষিণ আফ্রিকান পেস গ্রেট ভারনন ফিল্যান্ডারের যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

অক্টোবর-নভেম্বরে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে কুড়ি ওভারের বিশ্বকাপ। বৈশ্বিক প্রতিযোগিতায় পাকিস্তান দলের কোচিং স্টাফে কাজ করবেন সাবেক এই দুই তারকা ক্রিকেটার। তাদের অন্তর্ভুক্তি ড্রেসিং রুমের মাধুর্য আরও বাড়াবে বলে মনে করছেন নতুন পিসিবি চেয়ারম্যান।

কোচিং স্টাফে হেইডেন ও ফিল্যান্ডার কী হিসেবে কাজ করবেন, সেই বিষয়টি অবশ্য জানা যায়নি। রমিজ নিজেও নির্দিষ্ট করে কোনও পদের নাম উল্লেখ করেননি। পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, তাদের সঙ্গে একজন প্রধান কোচও নিয়োগ দেওয়া হবে, যদিও তার নাম প্রকাশ করেননি।

হেইডেন প্রসঙ্গে রমিজ বলেছেন, ‘ম্যাথু হেইডেন অস্ট্রেলিয়ান, বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা আছে এবং দারুণ এক খেলোয়াড়। একজন অস্ট্রেলিয়ানের ড্রেসিং রুমে অন্তর্ভুক্তি আমাদের ক্রিকেটের জন্য লাভজনক। আর পাকিস্তান, অবশ্য বিশ্বকাপ জিততে পারে। শুধু আরও ১০ শতাংশ পারফরম্যান্স বাড়ানো দরকার।’

সাবেক প্রোটিয়া পেসার ফিল্যান্ডার প্রসঙ্গে রমিজের বক্তব্য, ‘ভারনন ফিল্যান্ডারনকে আমি খুব ভালো করে চিনি। সে বোলিংটা বোঝে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তার রেকর্ড দুর্দান্ত।’

ক্রিকেটার হিসেবে হেইডেন ও ফিল্যান্ডার নিঃসন্দেহে অসাধারণ, তবে কারোরই নেই কোনও প্রকারের কোচিংয়ের অভিজ্ঞতা। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেট অবশ্য এখনও খেলছেন। অন্যদিকে ২০০৯ সালে ক্রিকেট ছাড়া হেইডেন বিশ্বকাপ দিয়ে বড় কোনও জায়গায় কোচিংয়ের অভিজ্ঞতা নিতে যাচ্ছেন।

দিনকয়েক আগে পাকিস্তানের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মিসবাহ-উল-হক। তার দেখাদেখি পেস বোলিং কোচ ওয়াকার ইউনুসও দায়িত্ব ছেড়েছেন। তাদের জায়গায় প্রধান কোচ হিসেবে সাকলায়েন মুশতাক ও বোলিং কোচ হিসেবে আব্দুল রাজ্জাক দায়িত্ব সামলাবেন নিউজিল্যান্ডের বিপক্ষে সামনের সিরিজ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানমন্ডিতে এইচএসসি পরীক্ষার্থীকে ছিনতাইকারীর ছুরিকাঘাত
ধানমন্ডিতে এইচএসসি পরীক্ষার্থীকে ছিনতাইকারীর ছুরিকাঘাত
চোরের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
চোরের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
বর্ষায় ঘুরতে যাওয়ার আগে এই ১০ জিনিস সঙ্গে রাখতে ভুলবেন না
বর্ষায় ঘুরতে যাওয়ার আগে এই ১০ জিনিস সঙ্গে রাখতে ভুলবেন না
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল