X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

অক্টোবরে ফিরছে জাতীয় লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:২৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:২৮

করোনার প্রভাবে ঘরোয়া ক্রিকেট বন্ধ দীর্ঘ দিন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগটি টি-টোয়েন্টি ফরম্যাটে করলেও অনেকেই খেলার সুযোগ পাননি। ফলে অধিকাংশ ক্রিকেটাররাই অলস সময় কাটাচ্ছেন। তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসে পুরোদমে ঘরোয়া ক্রিকেট ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় ক্রিকেট লিগ দিয়েই ২০২১-২২ মৌসুমের ক্রিকেট ক্যালেন্ডার শুরু করার পরিকল্পনা বিসিবির। শুধু তাই নয়, নতুন মৌসুমের খেলা নতুন করেই অনুষ্ঠিত হবে এবার।

জাতীয় লিগের পর পর্যায়ক্রমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)ও বাংলাদেশ ক্রিকেট লিগও (বিসিএল) আয়োজন করবে বিসিবি। এসব তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। 

দীর্ঘদিন বন্ধ থাকার পর জাতীয় লিগ মাঠে গড়িয়েছিল ঠিকই। কিন্তু দুই রাউন্ডের খেলা না হতেই করোনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় খেলা। ফলে নতুন মৌসুমে নতুন করে শুরু করার পক্ষাপাতী প্রধান নির্বাচক। এক প্রশ্নের জবাবে তিনি এর ব্যাখ্যায় বলেছেন, ‘নতুন মৌসুমে নতুন লিগ শুরু করলে ভালো। খেলোয়াড়দের মধ্যেও সতেজ ভাব থাকবে। স্থগিত থাকা একটা লিগ শুরুর মানে দেখি না। তাছাড়া মাত্র দুই রাউন্ড খেলা হয়েছিল। শিরোপা নির্ধারণের কোন সুযোগ নেই। ফলে নতুন করে লিগ শুরু করলেই ক্রিকেটাররা ম্যাচ বেশি খেলার সুযোগ পাবে।’

আগামী সপ্তাহে নির্বাচকদের সঙ্গে বিসিবির টুর্নামেন্ট, পরিচালনা ও গেম ডেভেলপমেন্ট বিভাগের বৈঠক রয়েছে। সেখানেই ভেন্যুসহ, জাতীয় লিগের সূচি চূড়ান্ত হবে। তবে জানা গেছে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট আউটার স্টেডিয়াম, কক্সবাজারের দুটি স্টেডিয়ামেই ম্যাচগুলো আয়োজন করতে চায় টুর্নামেন্ট কমিটি। চারটি ভেন্যুতে সম্পূর্ণ জৈব সুরক্ষা বলয় তৈরি করে ম্যাচ চালানোর পরিকল্পনা তাদের।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, এখনও নিখোঁজ বহু মানুষ
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, এখনও নিখোঁজ বহু মানুষ
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
বরগুনায় ডেঙ্গু আক্রান্ত আরও ২ জনের মৃত্যু
বরগুনায় ডেঙ্গু আক্রান্ত আরও ২ জনের মৃত্যু
কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে