X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘আমি মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ বিসিবি সভাপতি হতে চাইবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২০:০৯

কিছুদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, সভাপতি পদে নির্বাচন করার ইচ্ছা তার নেই। ডাক্তাররাও নাকি তাকে ক্রিকেটের সঙ্গে বেশি সম্পৃক্ত হতে নিষেধ করেছেন। তার চাওয়া, নতুন কেউ বিসিবি সভাপতি হোক, কেউ এই দায়িত্ব সামলানোর চ্যালেঞ্জটা গ্রহণ করুক। যদিও পাপনের ধারণা, তিনি বেঁচে থাকা পর্যন্ত কেউ বিসিবি সভাপতি হতে চাইবেন না। যদিও বিষয়টা ঠিক নয় বলে মনে করেন বিসিবি সভাপতি।

আজ (মঙ্গলবার) বিসিবির ১২তম বোর্ড সভা শেষে সভাপতি পাপন বলেছেন, ‘আমার একটা জিনিস মনে হচ্ছে যে, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এই পদটা নিতে চাইবে না। এটা ভুল জিনিস। এটা হবে, তা আমি বিশ্বাস করি না। আমি চাই বোর্ডে যেই আসুক, তাদের চ্যালেঞ্জ জানানো উচিত যে আমি বোর্ড সভাপতি হতে চাই। অন্তত বলুক।’

বিসিবি সভাপতি আরও বলেছেন, ‘এখন তো কেউ বলেও না। এটা ভালো নিদর্শন নয়। কারও জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত, যেখানে নতুনরা দায়িত্ব নেবে। এটার জন্য আমি চাই লিডারশিপ গ্রো করুক। বাংলাদেশে লিডারশিপের অভাব নেই। কোনও কারণে কেউ আসতে চাই না।’

সবাই পরিচালক হতে চাইলেও সভাপতি হতে চান না উল্লেখ করে পাপন বলেছেন, ‘পরিচালক হতে কিন্তু সবাই চায়। এমন কেউ নেই যে পরিচালক হতে চায় না। কিন্তু সভাপতির পদের কথা বললে আর কেউ নাম বলে না। কেন বলে না, আমি জানি না। আমি এটা উন্মুক্ত রাখতে চাই। আমি চেষ্টা করবো, আমি চাইবো যে নতুন কেউ আসুক।’

কেউ যদি বিসিবি সভাপতি পদে নির্বাচন করতে চান, তাহলে খুশি মনে তাকে পূর্ণ সমর্থন দেবেন বর্তমান সভাপতি, ‘যেই আসুক আমি খুব খুশি হবো এবং তাকে আমি পূর্ণ সমর্থন দেবো। আমাদের কমিটিতে যারা ছিলাম, সবাই যদি হেরেও যাই; আমি কথা দিচ্ছি নতুন যারা আসবে, আমি পূর্ণ সমর্থন দেবো। আমাকে যখন যা বলবে আমি করতে রাজি আছি। আমরা সবাই সমর্থন দেবো।’

কেন কেউ এগিয়ে আসছে না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘এটা ঠিক না, এক রকম চলছে তো চলছেই। আর কারও হওয়ার ইচ্ছাও থাকবে না, থাকলেও বলবে না, এ জিনিসটা আমার কাছে মনে হয় ঠিক না। কেন আসছে না, জানি না আসলে। আমার মনে হয়, আমিই সমস্যা।’

চলতি মাসে শেষ হয়ে যাবে বিসিবি সভাপতি হিসেবে পাপনের দ্বিতীয় মেয়াদ। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নতুন কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে চায় বর্তমান কমিটি। ইতিমধ্যে ভোটার তালিকা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। বাকি শুধু তফসিল ও নির্বাচনের দিন ঘোষণার। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে নির্বাচন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
পাপন শুনেছেন, তামিম নাকি সামনের বছর ফিরবেন!
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
আইপিএল নিয়ে আফসোস আছে শরিফুলের
সর্বশেষ খবর
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ