X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ত্যাগীর ম্যাজিকে রাজস্থানের শ্বাসরুদ্ধকর জয়

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২১, ০০:২১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০১:১১

শেষ ওভারে দরকার ৪ বলে ৬ রান। হাতে ৮ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এ আর এমন কী সমীকরণ! পাঞ্জাব কিংসের জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু কার্তিক ত্যাগীর ম্যাজিক্যাল ওভারে পাশার দান উল্টে গেলো। যে রাজস্থান রয়্যালস নিশ্চিত হারের দিকে এগোচ্ছিল, সেই তারাই ২ রানের জয়ের হাসিতে মাঠ ছাড়লো। এখানে গুরুত্বপূর্ণ অবদান আছে মোস্তাফিজুর রহমানেরও। বাংলাদেশি পেসার ১৯তম ওভারে মাত্র ৪ রান না দিলে তো খেলা সেখানেই শেষ হয়ে যায়! নির্ধারিত ২০ ওভারে রাজস্থানের করা ১৮৫ রানের জবাবে ৪ উইকেটে ১৮৩ রান করতে পারে পাঞ্জাব।

আইপিএলের দ্বিতীয় পর্বে বোলিংয়ের শুরুটা দুর্দান্ত হয়েছে মোস্তাফিজের। প্রথম ওভারে দিয়েছিলেন মাত্র ৪ রান। পরে অবশ্য ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। তবে নিজের চতু্র্থ ও দলের ১৯তম ওভারে আবারও ফেরেন স্বরূপে। পাঞ্জাবের সমীকরণটা ছিল এমন, ১২ বলে দরকার ৮ রান। তখনই শুরু মোস্তাফিজের চমৎকার বোলিং। কাটার-স্লোয়ারে খরচ করলেন মাত্র ৪ রান। তাতে পাঞ্জাবের শেষ ওভারে দরকার পড়ে ৪ রান। এরপর শেষ ওভারে বল হাতে নিয়ে ত্যাগী দেখালেন তার জাদু। ৪ ওভারে উইকেটশূন্য মোস্তাফিজ দিয়েছেন ৩০ রান। 

দুবাইয়ের ম্যাচের সব উত্তেজনা জমা ছিল শেষ দুই ওভারে। ম্যাচসেরার পুরস্কার জেতা ত্যাগী শেষ ওভারে ১ রান দিয়ে নেন ২ উইকেট। অথচ মায়াঙ্ক আগারওয়াল (৪৩ বলে ৬৭) ও লোকেশ রাহুলের (৩৩ বলে ৪৯) অসাধারণ ব্যাটিংয়ে ১৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই পাঞ্জাব পায় ১২০ রান। সমীকরণ আরও সহজ হয়ে ওঠে নিকোলাস পুরান ২২ বলে ৩২ রান করে গেলে।

কিন্তু তার বিদায়ের পরই পাল্টে যায় দৃশ্যপট। ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট পাওয়া ত্যাগীর দুর্দান্ত বোলিংয়ে শেষ ওভারে ৪ রান দরকার পড়লেও নিতে পারে মাত্র ১ রান। ২৬ রানে অপরাজিত থেকে অন্যপ্রান্ত থেকে পাঞ্জাবের হার দেখেছেন এইডেন মারক্রাম।

এর আগে যশস্বী জয়সওয়াল ও এভিন লুইসের ব্যাটে শক্ত ভিত পায় রাজস্থান। জয়সওয়াস ৩৬ বলে ৪৯ ও লুইস ২১ বলে করেন ৩৬ রান। অধিনায়ক সঞ্জু স্যামসন (৪) অবশ্য ব্যর্থ। তবে ঝড় তুলেছিলেন মহিপাল লমরর। তার ১৭ বলে ২ চার ও ৪ ছক্কায় করা ৪৩ রানে বড় স্কোর গড়ে রাজস্থান।

পাঞ্জাবের সবচেয়ে সফল বোলার আর্শদীপ সিং। বাঁহাতি পেসার ৪ ওভারে ৩২ রান দিয়ে নেন ৫ উইকেট। মোহাম্মদ সামি ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ৩ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বশেষ খবর
আওয়ামী লীগের যৌথসভা শুক্রবার
আওয়ামী লীগের যৌথসভা শুক্রবার
সড়কে নিম্নমানের বিটুমিন: ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়ক পরিদর্শন দুদকের
সড়কে নিম্নমানের বিটুমিন: ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়ক পরিদর্শন দুদকের
গণমাধ্যমের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে: আরাফাত
গণমাধ্যমের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে: আরাফাত
‘ধান কাটা ও ঝড়বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম, তবে সন্তোষজনক’
‘ধান কাটা ও ঝড়বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম, তবে সন্তোষজনক’
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন