X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ওমানে সফল হওয়ার মন্ত্র জানালেন সাইফউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১৫:৩১আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৫:৩৩

ওমানে কয়েক দিন ধরেই অবস্থান করছে বাংলাদেশ। ইতোমধ্যে ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। সেই প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে পুরোপুরি উড়িয়ে দিয়েছে স্বাগতিকদের। তবে বোলিং করতে গিয়ে শিশিরের কারণে কিছুটা সমস্যা হচ্ছিল। সেই সমস্যা কাটাতে চট্টগ্রামে বিপিএলে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। তাতেই সাফল্য পেয়েছেন।

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় সাইফউদ্দিন বলেছেন, ‘দ্বিতীয় ইনিংসে পাঁচ-ছয় ওভার যাওয়ার পর মাঠ ভেজা ছিল। কিছুটা কুয়াশাও ছিল, যা চট্টগ্রামে বিপিএল খেলার সময় পেতাম। কিন্তু এখানে আশা করিনি। তারপরও মানিয়ে নিয়েছি। চট্টগ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়েছি।’

আজ রবিবার আরব আমিরাতে পৌঁছাবে বাংলাদেশ। একদিন কোয়ারেন্টিন করে মঙ্গল ও বুধবার দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রস্তুতি ম্যাচ শেষে স্বাগতিক ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে মুখোমুখি হবে। নিজেদের প্রস্তুতি নিয়ে সাইফউদ্দিন বলেছেন, ‘যেহেতু প্রথমবারের মতো ওমানে এসেছি, কন্ডিশনটা একটু অচেনা ছিল। তারপরও প্রথম তিন-চার দিন অনুশীলন করে কিছুটা মানিয়ে নিতে পেরেছি। তবে আমরা দিনে অনুশীলন করেছি, রাতে তেমন সুযোগ ছিল না।’

ওমান ‘এ’ দলকে উড়িয়ে দিয়ে ৬০ রানের বিশাল জয় বিশ্বকাপে কাজে লাগবে বলে মনে করেন সাইফউদ্দিন, ‘ওমানকে আমরা বড় টার্গেট দিতে পেরেছি। যার কারণে বোলারদের জন্য কাজটা সহজ ছিল। সবমিলিয়ে উইকেট কিছুটা ব্যাটিং সহায়কও ছিল। বিশেষ করে সাত-আট ওভার যাওয়ার পর উইকেট কিছুটা ব্যাটিং সহায়ক হয়ে উঠে। এই ম্যাচটা আমাদের জন্য খুব উপকার হয়েছে। কারণ, বাছাইয়ের দুটি ম্যাচই রাতে। আমরা এখন থেকে আরও বেশি প্রস্তুতি নেবো।’

আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচে সাইফউদ্দিন ১৬ রান খরচ করে নিয়েছেন দুটি উইকেট। নিজের বোলিং নিয়ে সাইফের মূল্যায়ন, ‘আমি যদি প্রথম পাওয়ার প্লেতে বল করি, চেষ্টা থাকবে রান আটকানোর। স্লগে যদি আসি, আট-নয় রানের কমে ওভার করার লক্ষ্য থাকবে। এটা বাড়তি কোন চাপ নয়। যখনই অধিনায়ক সুযোগ দেবে, সেটা পালন করার দিকেই লক্ষ্য থাকবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’