X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

আত্মজীবনী লিখবেন মাশরাফি

রবিউল ইসলাম, খুলনা থেকে
১৮ জানুয়ারি ২০১৬, ১৪:০৯আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৪:০৯

কিংবদন্তিরা তাদের চলাফেরা, তাদের অতীত, তাদের জীবন সংগ্রামের প্রতিটি মুহূর্ত সবার সামনে উন্মুক্ত করে দেন। লক্ষ্য একটাই; নিজেদের অভিজ্ঞতা মানুষকে জানানো, অণুপ্রেরণা দেওয়া। যা পড়ে সাফল্যের অপেক্ষায় থাকা মানুষেরা উজ্জীবিত হবেন, আর ব্যর্থরা নতুন করে জেগে উঠার প্রেরণা পাবেন।  আত্মজীবনী লিখবেন মাশরাফি

টেন্ডুলকার, লারা, ওয়াহ ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় তারকা, বড় আদর্শ। তাদের তুলনায় বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা কম কিসের! বাংলাদেশের উজ্জ্বল এ নক্ষত্র বহু মানুষের আদর্শ। দুই পায়ে সাতটি অপরারেশন নিয়ে মাশরাফি দাপটের সঙ্গে এখনও খেলে যাচ্ছেন। নিঃসন্দেহে ক্রিকেট বিশ্বের প্রথম বোলার মাশরাফি যিনি তার ক্যারিয়ারের শুরু থেকেই হাজারো বাঁধার সম্মুখিন হয়েছেন। তবুও বল হাতে এখনও ২২ গজে বাঘের গর্জন দিয়ে যাচ্ছেন।

সেই মাশরাফি নিজের ক্যারিয়ার শেষে নিজের আত্মজীবনী লিখবেন বলে জানিয়েছেন। সোমবার খুলনার এক স্থানীয় হোটেলে মাশরাফিকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়ের লেখা বইটির নাম ‘মাশরাফি’। 

অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘আমারও ইচ্ছে ও পরিকল্পনা আছে আত্মজীবনী লেখার। এখনও শুরু করিনি। শিগগিরই শুরু করবো। তবে তা বিক্রির উদ্দেশ্যে নয়।’ মাশরাফি আরও বলেন, ‘আমি এমন কোনও সুপারস্টার হয়ে যাইনি যে আত্মজীবনী লিখতে হবে। তবে আমি জীবনে যে কঠিন মুহূর্ত দেখেছি তা পৃথিবীর অনেক বড় সুপারস্টারও দেখেনি। আমি চাই বাংলাদেশের উঠতি ক্রিকেটাররা বিষয়গুলো জানুক। তাহলে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে।’ 

উল্লেখ্য, ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার তার ক্যারিয়ার শেষে জীবনের প্রতিটি মুহূর্ত আত্মজীবনীতে ফুটিয়ে তুলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বরপুত্র ব্রায়ান লারা, দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ নিজেদের আত্মজীবনী লিখেছেন। ভারতের আরেক ব্যাটসম্যান সুনিল গাভাস্কারও এ তালিকায় আছেন।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে হারলেন আ.লীগ নেতা
উপজেলা নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে হারলেন আ.লীগ নেতা
‘ব্যবসায় মানোন্নয়ন ও অগ্রগতির অন্যতম হাতিয়ার মানবাধিকার’
‘ব্যবসায় মানোন্নয়ন ও অগ্রগতির অন্যতম হাতিয়ার মানবাধিকার’
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র