X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১
আইপিএল ফাইনাল

চেন্নাইয়ের চার না কলকাতার তিন?

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ১২:৪৯আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১২:৪৯

কলকাতা নাইট রাইডার্স ভক্তরা পরিসংখ্যানে চোখ রেখে নিশ্চিন্তে থাকতে পারেন। শুধু প্রার্থনায় রাখতে হবে যেন ধারায় ছেদ না পড়ে। আইপিএলের ফাইনালে উঠেছে আর শিরোপা জেতা হয়নি, কলকাতার ক্ষেত্রে এমনটা ঘটেনি। দুইবার ফাইনাল খেলে দুইবারই জিতেছে শিরোপা। সেই হিসাব কষলে শিরোপা সংখ্যা এবার ‘তিন’ ধরতে অসুবিধা কী সাকিব আল হাসানদের?

কলকাতা যে পরিসংখ্যানে তৃপ্তি খুঁজছে, সেই পরিসংখ্যান গলায় কাঁটা হয়ে বিঁধছে চেন্নাই সুপার কিংস সমর্থকদের। ফাইনাল হারের রেকর্ড তাদের চেয়ে বেশি আইপিএলে কারও নেই। এবার দিয়ে নবমবার টি-টোয়েন্টি প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী মঞ্চে উঠেছে মহেন্দ্র সিং ধোনিরা। অথচ শিরোপা মোটে তিনটি। অর্থাৎ, আগে পাঁচবার ফাইনাল হারের দুঃখ বইতে হয়েছে তাদের। যদিও অতীত ইতিহাসের ব্যর্থতার খাতা ফেলে সাফল্যের আলোতে শিরোপা সংখ্যা ‘চার’ গুনতে দ্বিধা কীসের ধোনিদের?

শিরোপার হিসাব-নিকাশ আজই (শুক্রবার) চূড়ান্ত হয়ে যাবে। করোনার কারণে বন্ধ থাকায় এবারের আইপিএলের সময়টা দীর্ঘ হয়েছে। অনেক অপেক্ষা শেষে শ্রেষ্ঠত্বের মুকুট চেন্নাই না কলকাতার মাথায় উঠছে, জানা যাবে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়ে যাওয়া ফাইনালে। দুবাইয়ের বারুদে ফাইনাল সরাসরি দেখা যাবে গাজী টিভি ও স্টার স্পোর্টস ১ চ্যানেলের পর্দায়।

এই ফাইনাল খেলার কারণেই এখনও বাংলাদেশ দলে যোগ দেননি সাকিব। যদিও কলকাতার একাদশে তার সুযোগ পাওয়াটা ‘যদি’ ‘কিন্তু’র ওপর দাঁড়িয়ে। আন্দ্রে রাসেল ফিট হয়ে উঠলে কপাল ‍পুড়তে পারে বাংলাদেশি অলরাউন্ডারের। হ্যামস্ট্রিং চোটে কেকেআরের শেষ ছয় ম্যাচ খেলতে পারেননি ক্যারিবিয়ান হার্ডহিটার ব্যাটার। ফাইনালেও তাকে নিয়ে সংশয় আছে। তবে রাসেল ফিরলে সাকিবের বাদ পড়ার সম্ভাবনাই বেশি।

যদিও কলকাতার কোয়ালিফায়ার খেলার পথে সাকিবের অবদান অনেক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এলিমিনেটর ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ের পর রান তাড়া করতে নেমে গুরুত্বপূর্ণ সময়ে তার বাউন্ডারিতেই জয়ের পথ তৈরি হয়েছিল কলকাতার। যদিও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কোয়ালিফায়ারে সুবিধা করতে পারেননি বাঁহাতি অলরাউন্ডার। রাসেল ফিট হয়ে না উঠলে ফাইনালেও দেখা যেতে পারে সাকিবকে।

চেন্নাই-কলকাতা এর আগেও মুখোমুখি হয়েছিল ফাইনাল। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ের শিরোপা নির্ধারণী মঞ্চে দল দুটি খেলেছিল ২০১২ সালে। সেবারের লড়াইয়ে চেন্নাইয়ের হৃদয় ভেঙে উৎসব করেছিল কলকাতা। এবারের লড়াই জিতবে কে, জানা যাবে আজই!

/কেআর/
সম্পর্কিত
স্যামসন-জুরেলের ব্যাটে লখনউকে সহজে হারালো রাজস্থান
দিল্লির রেকর্ড রানের জবাবে লড়াই করে হারলো মুম্বাই
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
সর্বশেষ খবর
নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী
নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
পাঁচ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন
পাঁচ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন
চুরির ঘটনায় তদন্তে নেমে ৫টি অস্ত্রের সন্ধান
চুরির ঘটনায় তদন্তে নেমে ৫টি অস্ত্রের সন্ধান
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক