X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা

অধিনায়ক রোহিত, নেই কোহলি-বুমরা-হার্দিক

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০২১, ২২:৫৮আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ২২:৫৮

বিরাট কোহলি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছেন বিশ্বকাপের আগেই। সংযুক্ত আরব আমিরাতের আসরের ব্যর্থতার পর যে তাকে আর নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে না, এটা নিশ্চিতই ছিল। তবে জানার আগ্রহ ছিল, কার কাঁধে যাচ্ছে ভারতের কুড়ি ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব। আপাতত বিশ্বকাপ পরবর্তী প্রথম মিশনে নেতৃত্বের ভার সামলাবেন রোহিত শর্মা। ‘আপাতত’ বলার কারণ হলো, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণায় রোহিতকে অধিনায়কের জায়গায় রেখেছে, তবে সেটা স্থায়ীভাবে কিনা, তা জানায়নি।

বিশ্বকাপ শেষেই ভারতকে নেমে পড়তে হচ্ছে টি-টোয়েন্টি মিশনে। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। সেই লক্ষ্যে কুড়ি ওভারের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। ১৬ সদস্যের দলে রোহিতকে অধিনায়ক ও লোকেশ রাহুলকে তার ডেপুটি করা হয়েছে। তবে বিশ্বকাপ পরবর্তী প্রথম অভিযানে নেই মূল দলের বেশ কয়েকজন। খেলবে না কোহলি, জসপ্রিত বুমরা, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া ও মোহাম্মদ সামি।

কোচ হিসেবে রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হয়ে গেছে। নামিবিয়ার বিপক্ষে শেষবার প্রধান কোচের দায়িত্ব সালামনো সাবেক এই ক্রিকেটার কোহলির জায়গায় যোগ্য অধিনায়ক হিসেবে রোহিতের নাম বলেছেন। বিসিসিআইও রোহিতের কাঁধেই নেতৃত্ব দিয়েছে। তবে সেটি শুধু নিউজিল্যান্ড সিরিজের জন্য নাকি স্থায়ীভিত্তিতে, তা পরিষ্কার নয়।

সে যাইহোক ১৭ নভেম্বর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে তারুণ্যনির্ভর এক দল নিয়ে নামতে যাচ্ছেন রোহিত। লম্বা সময় বায়ো বাবলের মধ্যে থাকায় বিশ্রামে গেছেন কোহলিরা। গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে খেলার মধ্যে আছেন তারা। ইংল্যান্ডের লম্বা সফর শেষে আইপিএল, এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ- এই দীর্ঘ ভ্রমণে থাকা কোহলি, বুমরা, জাদেজা ও সামি বিশ্রামে গেছেন। তবে তাদের সঙ্গে ইংল্যান্ড সফর থেকে দলে থাকা রোহিত, রাহুল, ঋষভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন ও সূর্যকুমার যাদব খেলবেন নিউজিল্যান্ড সিরিজে।

এই সিরিজে আছে বেশ কয়েকটি নতুন মুখ। এবারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক রুতুরাজ গাইকোয়াড় একটি ম্যাচ খেললেও অভিষেকের অপেক্ষায় রয়েছেন অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার, পেসার হার্শাল প্যাটেল ও আভেশ খান।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), রুতুরাজ গাইকোয়াড়, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, আভেশ খান, ঋষভ পান্ত (উইকেটকিপার), ইশান কিশান (উইকেটকিপার), ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ।

/কেআর/
সম্পর্কিত
শাস্তি পেতেই হলো কোহলিকে
আমাকে কিং বলে ডাকবেন না: বিরাট কোহলি 
রাজকোট ও রাঁচি টেস্টেও খেলবেন না কোহলি!
সর্বশেষ খবর
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
কেমন চলছে ১৪ দলীয় জোট?
কেমন চলছে ১৪ দলীয় জোট?
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম