X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিসিবি ম্যানেজার সাব্বির খানের পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২১, ২৩:০৩আপডেট : ১২ নভেম্বর ২০২১, ২৩:০৮

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান পদত্যাগ করেছেন। তবে ঠিক কী কারণে তার এই সিদ্ধান্ত সেটি স্পষ্ট নয়। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। আজ রাত ৮টার দিকে দেশের ক্রিকেটাঙ্গনে খবরটি ছড়িয়ে পড়ে। 

সাবেক অধিনায়ক আকরাম খান খবরটি নিশ্চিত করে বলেন, ‘সাব্বির খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।’

বেসরকারি একটি টিভি চ্যানেলের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাব্বির খানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের অভিযোগ, টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশৃঙ্খল আচরণ করেছেন জাতীয় দলের এই অপারেশন্স ম্যানেজার। এর ভিত্তিতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার পদ থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে।

সাব্বির খান অবশ্য বলছেন ভিন্ন কথা। নিজ থেকেই পদত্যাগপত্র জমা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার, ‘সেই ১৯৯৯ সাল থেকে টানা কাজ করছি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার পদে মারাত্মক মানসিক চাপ নিতে হয়। এ কারণে আমার অনেক অসুস্থতা তৈরি হয়েছে। এসব বিবেচনায় গত মাসে সিইও এবং অপারেশন্স কমিটির চেয়ারম্যানকে জানাই, আমি কাজ চালিয়ে যেতে পারছি না। আকরাম ভাই আমাকে তিন মাস ছুটি নিতে বলেছিলেন। কিন্তু আমি সেটা না করে পদত্যাগ করেছি। আমাকে কেউ পদত্যাগ করতে বলেনি বা আমি কোনও অভিযোগ সম্পর্কে কিছু শুনিনি।’

ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজারের পাশাপাশি করোনাকালে যত সিরিজ হয়েছে সবকটিতেই দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন সাব্বির খান। প্রায় দুই যুগ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। 

জাতীয় দলের ক্যারিয়ার দীর্ঘ না হলেও লম্বা সময় ঘরোয়া ক্রিকেট খেলেছেন সাব্বির খান। বিকেএসপি থেকে উঠে আসা সাবেক এই খেলোয়াড় ৫৭টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ ও ৫১টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। 

/আরআই/জেএইচ/
সম্পর্কিত
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ঢাকা লিগের কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলবেন না সাকিব!
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!