X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বিশ্বকাপের সেরা ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২১, ০০:৫৩আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ০০:৫৩

কয়েক মাস আগে হতাশাজনক পারফরম্যান্সে সানরাইজার্স হায়দরাবাদের ড্রেসিংরুমে ব্রাত্য হয়ে পড়েছিলেন ডেভিড ওয়ার্নার। সেই তিনিই কিনা অস্ট্রেলিয়াকে প্রথমবার বিশ্বকাপের শিরোপা এনে দিলেন। প্রতিটি ম্যাচেই  দলের স্কোরবোর্ড সমৃদ্ধ করতে তার ভূমিকা ছিলো উল্লেখ্য করার মতো। আর সেই কারনেই পাকিস্তানের ক্রিকেটার বাবর আজমকে হটিয়ে বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়ে উঠলের ওয়ার্নারই। ব্যাট হাতে সাত ম্যাচে তার সংগ্রহ দাঁড়ায় ২৮৯ রান।

সেমিফাইনালে বাদ পড়লেও ৩০৩ রান করে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টুর্নামেন্টের সেরার পুরষ্কারের যোগ্য দাবিদার ছিলেন। কিন্তু তাকে হটিয়ে বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ওয়ার্নার। রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৫৩ রানের ইনিংস খেলা ওয়ার্নরাই মূলত জয়ের ভীতটা গড়ে দেন। ওই ভীতের উপর দাঁড়িয়েই মিচেল মার্শ ধ্বংস লীলা চালান। আর তাতেই ৭ বল আগে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় অজিরা। এর আগে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালেও ওয়ার্নার খেলেন গুরুত্বপূর্ণ ৪৯  রানের ইনিংস।

চলতি বিশ্বকাপের সেরা নির্বাচিত হওয়ার ম্যাচে নিজের দেশের হয়ে আরও কিছু কীর্তি গড়েছেন তিনি। এক আসরে এতোদিন সর্বোচ্চ রানের রেকর্ড ছিলো ম্যাথু হেইডেনের। ২০০৭ বিশ্বকাপে ২৬৫ রান করা ম্যাথু হেইডেন এতোদিন ধরে শীর্ষস্থান ধরে রেখেছিলেন। আজ ৫৩ রানের ইনিংস খেলার দিনে ওয়ার্নারের বর্তমান রান ২৮৯। যা চলতি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ। দেশের হয়ে বিশ্বকাপে এখন সর্বোচ্চ রানের মালিক ওয়ার্নার।

টুর্নামেন্ট সেরা হওয়ার দিনে ওয়ার্নারের ২০১০ বিশ্বকাপ ইংল্যান্ডের কাছে ফাইনালে হারের কথা মনে পড়ছে ওয়ার্নারের। পুরষ্কার বিতরণী মঞ্চে ওয়ার্নার বলেছেন, ‘আমি সব সময়ের মতো ইতিবাচক ছিলাম। আমি আমার বেসিকে থেকেছি, চেষ্টা করেছি বাজে বলগুলোতে সীমানা ছাড়া করতে। এক দশক আগে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে হার আমাদের মনে ছিলো। আমরা চেষ্টা করেছি সেখানে না ফিরতে। ফাইনালে সব সময় অনেক বেশি চাপ থাকে। ছেলেরা সবাই চাপ জয় করতে পেরেছে। দারুন এক অনুভূতি।’

ডেভিড ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হলেও ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন মিচেল মার্শ। ৬ ম্যাচে তার সংগ্রহ ১৮৫ রান। রবিবার দলের জয়ে দারুন এক বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। ৫০ বলে ৬ চার ও ৪ ছক্কায় মার্শ নিজের অপরাজিত ৭৭ রানের ইনিংসটি সাজিয়েছেন। গত কিছুদিন ধরেই দারুন ছন্দে আছেন এই ব্যাটার। বাংলাদেশের কঠিন উইকেটেও দারুন ব্যাটিং করে গেছেন মার্শ।

/আরআই/আপ-জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি