X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ভারতে জিতেই চলেছে বাংলাদেশের যুবারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ১৭:২৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৭:২৯

ভারতের মাটিতে জিতেই চলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টানা তিন ম্যাচ জিতে তিন দলের সিরিজের ফাইনালও নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। আজ (বৃহস্পতিবার) ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে ৬ রানে জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের ২৩০ রানের জবাবে তানজিম হাসান সাকিব ও মেহরাব হোসেনের বোলিংয়ের সামনে ২২৪ রানে থেমে যায় ভারত।

রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও ওপেনিংয়ে নামা অংকৃষ রঘুবংশী একপান্ত আগলে রাখেন। দলের হয়ে সর্বোচ্চ রান আসে তার ব্যাট থেকেই। ১১৯ বলে ৫ চার ও ১ ছক্কায় খেলেন ৮৮ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ রান আরিয়ান দালালের (৩৯)। সব মিলিয়ে ৪৯.৪ ওভারে ২২৪ রান করতেই অলআউট হয় ভারতের যুবারা।

বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব জুনিয়র ২৯ রানে নেন ৩ উইকেট। মেহরাব ৩৬ রানে পেয়েছেন ৩ উইকেট। এছাড়া রিপন মণ্ডল নেন ২ উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। দলীয় ৫০ রানের সময় ওপেনার ইফতেখার হোসেন (১৫) বিদায় নিলেও রানের চাকা সচল থাকে। দ্বিতীয় উইকেটে মাহফিজুল ইসলাম ও নওরোজ প্রান্তিক নাবিল মিলে ৬৮ রানের জুটি গড়েন। মাহফিজুল ৭৯ বলে ৫৬ রানে আউট হন। অন্যদিকে নাবিল ৬৫ বলে ৬২ রান করে সাজঘরে যান। মিডল অর্ডারে কেউ দায়িত্বশীল ভূমিকা পালন না করায় বাংলাদেশ ৪৭.২ ওভারে ২৩০ রানে থেমে যায়।

ভারতের বোলারদের মধ্যে ঋষিত রেড্ডি ৫ উইকেট নিয়েছেন। এছাড়া গার্ভ সাংওয়ান ও নিশান্ত সিন্ধু ২টি করে উইকেট পেয়েছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক