X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

আগারওয়াল ১২০*, কোহলি ০

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১, ১৯:৩৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৯:৩৮

টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর দেশে ফিরেই ভারতের নামতে হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর প্রথম টেস্টেও বিশ্রামে ছিলেন বিরাট কোহলি। মুম্বাই টেস্ট দিয়ে দলের ফেরাটা মোটেও সুখকর হলো না ভারতীয় অধিনায়কের। রানের খাতাই খুলতে পারেননি! তবে মায়াঙ্ক আগারওয়ালের ঝলমলে সেঞ্চুরিতে মুম্বাই টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে ভারত।

আজ (শুক্রবার) ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। প্রথম দিন শেষে আগারওয়ার অপরাজিত ১২০ রানে। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ৭০ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ২২১ রান। এই ওপেনারের সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন ২৫ রানে অপরাজিত থাকা ঋদ্ধিমান সাহা।

টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুটা হয়েছিল দারুণ। দুই ওপেনার শুবমান গিল ও আগারওয়াল মিলে স্কোরে জমা করেন ৮০ রান। কিন্তু ৪৪ রান করে গিলের বিদায়ের পর দৃশ্যপট পাল্টে যায়। মুম্বাইয়ে জন্ম নেওয়া কিউই স্পিনার এজাজ প্যাটেলের ঘূর্ণিতে এলোমেলো ভারত। স্বাগতিকদের হারানোর ৪ উইকেটের সবক’টি তার শিকার।

গিলকে দিয়ে শুরু। রস টেলরের হাতে ক্যাচ বানিয়ে ভারতীয় ওপেনারকে বিদায়ের পর চেতশ্বর পূজারাকে দাঁড়াতেই দেননি। এরপর কোহলিকে তুলে নিয়ে উৎসবের ঢেউ তোলেন নিউজিল্যান্ড ড্রেসিং রুমে। দুই ওভারের মধ্যে তুলে নেন ৩ উইকেট। বিপরীতে এক রানও তুলতে দেননি ভারতকে। ৮০ রানেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

পূজারা রানের খাতা খোলার আগেই বোল্ড হয়ে যান প্যাটেলের বলে। বিশ্রাম শেষে দলে ফেরা অধিনায়ক কোহলি ওই মুহূর্তে হাল ধরলেন কী, উল্টো আরও বিপদ বাড়িয়ে যান। প্যাটেলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান শূন্য রানে।

ওই ধাক্কা শ্রেয়াস আইয়ারকে নিয়ে সামলান আগারওয়াল। চতুর্থ ‍উইকেটে তারা গড়েন ৮০ রানের জুটি। কিন্তু কানপুরে অভিষেক টেস্টে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি পাওয়া আইয়ার মুম্বাইয়ে সুবিধা করতে পারেননি। ৪১ বলে ১৮ রান করে ওই প্যাটেলের চতুর্থ শিকার।

অন্যপ্রান্তে উইকেট হারালেও নিজের পথে অবিচল থেকেছেন। অসাধারণ সব শটে ৩০ বছর বয়সী ওপেনার তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। দিন শেষে তিনি ২৪৬ বলে অপরাজিত ১২০ রানে। হার না মানা চমৎকার ইনিংসটি সাজিয়েছেন ১৪ বাউন্ডারি ও ৪ ছক্কায়।

কিউই অন্য বোলাররা হতাশ করলেও প্যাটেল একাই কাঁপিয়ে দিয়েছেন। ২৯ ওভারে ৭৩ রান দিয়ে তার শিকার ৪ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস